দেখে মেনে হতে পারে তাকে অনেক দিনের চেনা, আসলে তা নয়, কেমন যেন চেনার মধ্যে অচেনাটা মিশ খাওয়ানো। বলছিলাম মেয়েটির কথা। ইস্ট লন্ডন থেকে বাসে করে যাচ্ছিলাম কিংস ক্রস-এ, উদ্দেশ্য বৃটিশ লাইব্রেরি। এখানে সবাই যেমন করে বাসে ওঠা মাত্রই, আমিও তেমনি মুখ গুঁজে ছিলাম বইয়ে, ম্যাকউইন এর সেটারডে। কিন্তু আমার কান ঠিক নয়, বলতে হবে ষষ্ঠ ইন্দ্রিয় একটা ঘ্রাণের উৎসের প্রতি তাকাতে বলায়, ফিরে তাকাতেই নজরে পড়ল ঐ মুখ।..
আমার িবশ্বাস হল না; সত্য মিথ্যার মধ্যেকার পার্থক্য খুব বেশি পরিচ্ছন্ন মনে হল না আমার, আমি কি সত্যিই তাকে দেখছি, যাকে আমি বহুকাল আগে দেখবার জন্য ভারতের বরোদা পর্যন্ত গিয়েছিলাম, নিজের সঙ্গে পরিবারের সঙ্গে স্বজনদের সঙ্গে বিবাদ করে? কেবল একবার দেখবার জন্য!! সত্যিই কি কেবল একবার মাত্র দেখবার জন্য নাকি তার চেয়েও অনেক বেশি? এক অদম্য কৌতূহল, নিজরে সঙ্গে এক ধরনের বোঝাপড়া এবং ভবিতব্যকে নিজের হাতে স্পর্শ করার এক দুর্মর আকাক্ষা নিয়ে!! কত দিন হয়ে গেল! দশ বছর দশেক তো হবেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।