আমাদের কথা খুঁজে নিন

   

নেতাসুলভ ভাবনা - ২ (বর্ষাকালীন)

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

নেতাসুলভ ভাবনা - ২ (বর্ষাকালীন) আহা! বৃষ্টিতে ভিজে ভিজে তোদের এমন বেহাল অবস্থা! বর্ষা যে আসবে সে তো জানা কথা। একটু খেয়াল থাকেনা? বাঁশের ঘর, খড়ের চালা, যতই লেপ্টা তাতে চটের ছালা- জলতো গড়াবেই। মাটির উঠোন স্যাঁত স্যাঁতে মেঝে- কি করে থাকিস ঐ ঘরে? সারা বছর শুধু এটা চাই ওটা চাই, এতো দেবার পরও তোরা বদলাবি না। নিমোনিয়া, জ্বরের অজুহাতে পরে থাকিস ঘরে, মিছিলে ডাকলে বলিস, হুজুর হাজিরার টাকাটা এবার বাড়িয়ে দেবেন। হাড় হাভাতের গুস্টি তোদের নজর শুধু রিলিফের টিনে।

কম তো দেইনি তোদের। ঘর না বানিয়ে বেঁচে দিবি সব টিন ভাল দামে, আর ভাগের কোটা পাসনি বলে নালিশ দিবি সরকারের কাছে। কোথায় কোন পুকুরের নীচে ডুবিয়ে রেখেছিলাম কটা ঢেউটিন বর্ষা এলে তোদেরকে দেব বলে, সেটাও আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলি যৌথবাহিনীকে। তোদের ভোটে নেতা হবার শখ মিটে গ্যাছে। তোরা বর্ষায় ভিজবি, বন্যায় ভাসবি, পানি-বন্দী হয়ে থাকবি।

আমি তোদের দুরবস্থা দেখে কিছুই করতে পারবো না। রিলিফের টিন, গম, বিস্কুট কিছুই আর আমার হাতে আসবে না। ভেবেছিলাম এবার বন্যায় একটা স্পীডেবোট কিনবো, সেটাও আর কেনা হলোনা। তোদের ভাল করতে গেলেই যত বিপদ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।