আমাদের কথা খুঁজে নিন

   

হাঁসতে মানা - ২



দেছের অবস্থা অক্ষন খাড়াপ যাইবার লাগছে হেইডা তো হগ্‌গলেই জানেন , আরে বন্যার কথা কইবার লাগছিলাম আরকি । জাওজ্ঞা হেই বাত মাইত্তা লাভ নাইক্কা । ছেদিন ছদরঘাট গেছিলাম , ভাবলাম লঞ্চে কইরা ঘুইরা দেহুম বন্যার পানির কি অবস্থা ? ছদরঘাটের বাইরে দেহি বিহারী এক চাচা পান চাবাইবার লইছে আর আদা বিহারী আদা ঢাকাইয়া ভাষায় বগবগ করবার লইছে । কাছে যাইয়া শুনলাম কইবার লইছে অহন মাইনছের মুখে লাগাম নাইক্কা যা মুখে আহে তা'ই কয় । আমি জিগাইলাম কি অইছে চাচা ? ওইযে বাংলালিঙ্কে কইছে না দিন বদলাইয়া গেছে , আসলেই বদলাইয়া গেছে । আগে আমরা মুরব্বি দেখলে ভি আদব লিয়া কথা কইতাম , অহান আর তা নাইক্কা। জবানে লাগাম নাইক্কা, আন্দার জাইবার লাগছ যাও ... বহত কুচ সুন্নেকো মিলেগা । প্লাটফর্মে দাড়াইয়া রইছি আমার লঞ্চ আর আহেনা , এর মধ্যে বরিশালের আকটা লঞ্চ আইয়া থামলো । একটু পরে দেহি অই লঞ্চের সামনে দুজন তর্ক বিতর্ক করবার লইছে ভাবলাম কাছে যাইয়া দেহি কি কয় যাইয়া দেহি ঢাকাইয়া একপুলা , মনেহয় ভাছে বরিশাইল্লা মদন পাইছি একটু ভাংগাইয়া লই ঢাকাইয়া ডা বরিশাইল্লারে কয় তর নাম কি ? বরিশাইল্লা কয় আব্বাস , ঢাকাইয়া কয় তাইলে তর গুয়াদিয়া গেল গাব গাছ ! বরিশাইল্লা ওতো কম যায়না , মনে মনে ভাবে আইডা কি কইলো ? বরিশাইল্লা ডা ঢাকাইয়ারে কয় তর নাম কি ? ঢাকাইয়া কয় রহিম বরিশাইল্লা কয় তাইলে তর গুয়াদিয়া গেল মাদার গাছ । ঢাকাইয়া কয় এডা তো মিল্লেনা !? বরিশাইল্লা কয় মিল্লে মিল্লে , না মিল্লে না মিল্লে গুয়াডাতো ছিল্লে !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।