আমি একজন নিরাপদ ব্লগার
সুমি আপু আপনাকে বলছি, আপনার মুক্তিযোদ্ধা ব্লগার(!) দের কথা অনুযায়ী না চলে, আমার পোস্টটা মনোযোগ দিয়ে পড়ুন।
আপনার পোস্টটা পড়ে আমার মনে হয়েছে আপনি আমার মন্তব্যটি মনোযোগটি ভাল করে পড়েন নি।
তাই মন্তব্যটি আবার দিলাম।
"পাশা বলেছেন :
২০০৭-০৭-৩১ ১৭:২৮:৩৮
সুমি,
একাত্তর এর ছবি দিয়ে ব্লগ গরম করার মানে কি? আপনার কাছে কি বর্তমানের কোন ছবি নাই?
মুক্তিযুদ্ধা সার্টিফেকেটধারীরা যখন মা বোনদের ধর্ষন করে তখন কেন আপনি এধরনের পোস্ট দেন না?
৭১ ও বর্তমানের এর ভিতর কোনটি আপনার কাছে
গুরুত্বপূর্ন । আমার কাছে কোনটিই খাট নয়।
কোন মেয়েকে যখন ছাত্রদল অথবা ছাত্রলীগ এর সোনার ছেলেরা টিজ করে, তখন কেন আপনি কোন কথা বলেন না।
আবার শুনতে চাই না, সেঞ্চুরী হাকানোর গল্প। "
আপনি মনে হয়, সেঞ্চুরী করা মানিক(জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) এর কথা ভুলে গেছেন। "সেঞ্চুরী হাকানোর গল্প" বলতে এটাই বুঝাতে চেয়েছি। সে তো ছাত্রলীগের সোনার ছেলে(!) ছিল, তাই না?
এবার আসুন আপনার প্রশ্ন উত্তর গুলো নিয়ে আলোচনায় আসি---
"পাশা ভাই কে আমি বলেত চাই--
প্রথমে আপনাকে বলি এটা কোন গল্প নয়--
হয়তো আপনার মা খালারা আপনাকে বলেছে ৭১ মানে গন্ডোগোল ৭১ রূপকথা তাই না--
যদিও আপনি আমাদের মহান স্বাধীনতা কে গল্প ভাবতে পরেন।
আমরা পারিনা---
২য় প্রশ্নটার উত্তর হল---
আমার লেখাটার বিষয় বস্তু হল যুদ্বাপরাধীরদের বিচার চাওয়া---
একটা বিষয় আমি লক্ষ করলাম আপনি ৭১ কে সম্পূন্য ভাবে এড়িয়ে গেলে খোড়া একটা যুক্তি দিয়ে--
স্বাধীনতা সংগ্রামের সময় আড়াই লাক্ষ নারীকে লাঞ্ছিত করেছিল-সেই বিষয়ে তো আপনি কোন কথা বলেন না---
বলেন বর্তমানের বিচ্ছিন্ন কতেক ঘটনার কথ যা ৭১ এর চেয়ে কি আমাদের জন্য শোকের কিছু--
এ দেশে যদি কোন নারী লাঞ্ছনারকারীর বিচার হতে হয় তাহলে ---
আগে সেই পশুদের বিচার আগে হওয়া জরুরী---"
আমি মুক্তিযুদ্ধকে গল্প বল্লাম কোথায়(!) দেখান?
আমি আমার মুক্তিযুদ্ধা বাবার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনি। আপনি হয়ত, গন্ডোগোলের গল্প শুনতে পারেন?
আপনি বলেছেন, "আপনার লেখার উদ্দেশ্য হলো যুদ্ধ অপরাধীদের বিচার চাওয়া। "
ভাল কথা, আমি আপনার সাথে একমত। যুদ্ধ অপরাধীদের অবশ্যই বিচার করতে হবে। কিন্তু যারা ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতসহ অন্যান্য ইসলামী দলগুলোকে ব্যবহার করেছে, তাদের বিচার করবে কে?
৭১ থেকে বর্তমানকে খাট করে দেখার মানে কি? সুমির বোন অথবা আমার বোন আজ যদি ধর্ষিত হয়, তাহলে কোনটার আগে বিচার করা জরুরী?আজকের টা না ৭১ সালের টা?
কোন মেয়ে যদি নির্যাতিত হয় তখন আমার একটি কথাই মনে হয়, এই মেয়েটি তো হতে পারত আমার বোন।
আপনারা কে কি ভাবেন সেটা আমি জানি না।
সুমি আপনার কাছে মেয়েদের ধর্ষিত হওয়াকে বিচ্ছিন্ন ঘটনা মনে হতে পারে কিন্তু মুক্তিযোদ্ধাবেশী রাজাকাররা যখন আমার বোনকে ধর্ষন করে, তখন আমি অন্তত তাদের বিচার আগে চাইব?
মহান মুক্তিযুদ্ধের এত বছর পরও কেন আমার বোন রাতের বেলা নিশ্চিন্তে বাসায় ফিরতে পারে না। এটা কি রাজাকারদের ষড়যন্ত্র? নাকি সোনার ছেলেদের কাজ?
আপনি আবার বলেছেন---
""৭১ ও বর্তমানের এর ভিতর কোনটি আপনার কাছে
গুরুত্বপূর্ন । আমার কাছে কোনটিই খাট নয়। "
এ প্রশ্নটা করা আপনার সাজে কেননা আমি আপনার ব্লগে ঘুরে আসলাম--
৭১ অথবা বর্তমান বাংলাদেশ নিয়ে কোন লেখা পেলাম না---"
আপনি মনে হয় আমার এ লেখাটি পড়েন নি।
"তারাই বর্তমানের কথা বলে ৭১ এর স্বাধীনতার সংগ্রাম কে ঢেকে দিতে চায় য়ারা আমাদের স্বাধীনতার চরম শত্রু--
আজ না হউক শত বছর পর হলে এদর বিচার হবে--
বিচার না হলেও ক্ষতি নেই কেননা এদের কপালে যে কালিমা লেপে দেওয়া হয়েছে তা আর কখনো মুছার না-- তবে এদের বিচার না হওয়া টা দুঃখজনক--"
যারাই মুক্তিযুদ্ধ নিয়ে বাণিজ্য করতে চায়, তারা দেশের শত্রু। মুক্তিযুদ্ধ আমাদের গৌরব, আমাদের অহংকার। তাই বলে একটা ছবি আর কয়েকটি লেখা দিয়ে পোস্ট মারার মানে কী?
(পরে আবার উদাসী স্বপ্ন এর কথা শুনে ছবি পাল্টিয়েছেন। )
কয়েকজন ব্লগার আবার নিজেদের রাজাকারী চরিত্র ঢাকার জন্য আমাকে রাজাকার বলে গালি দিয়েছেন।
শুনুন-- "আমি মুক্তিযুদ্ধার সন্তান, এটাই আমার বড় পরিচয়।
"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।