এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।
হে মোর দূর্ভাগা দেশ, যাদের করেছো অপমান,
অপমান হতে হবে তাহাদের সবার সমান।
মানুষের অধিকারে
বন্চিত করেছো যারে
সম্মুখে দাঁড়ায়ে তবু কোলে নাও নাই স্খান
অপমান হতে হবে তাহাদের সবার সমান।
যারে তুমি নিচে ফেল সে তোমারে বাঁধিবে নীচে
পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে,
অঙ্গানের অন্ধকারে
আড়ালে ঢাকিছ যারে
তোমার মঙ্গল ঢাকি গড়েছে সে ব্যাবধান
অপমান হতে হবে তাহাদের সবার সমান।
-রবীন্দ্রনাথ ঠাকুর।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।