আমাদের কথা খুঁজে নিন

   

অর্ন্তবর্তী সরকারের ভাগ্যবান ১০ মন্ত্রী

নির্বাচনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১১ সদস্যের অন্তর্বর্তী সরকারে বর্তমান মন্ত্রিসভার ১০ ভাগ্যবান মন্ত্রী থাকছেন। বাকিরা বাদ পড়বেন। বাদ পড়বেন মন্ত্রীর মর্যাদাসম্পন্ন উপদেষ্টারাও। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে এ আভাস পাওয়া গেছে।

সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের রূপরেখার কার্যপরিধি চূড়ান্ত করছে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের নেতৃত্বে একটি কমিটি।

এখানে দলীয় নেতা ছাড়াও সাবেক ও বর্তমান আমলারা আছেন। সূত্র জানায়, নির্বাচনকালীন এ ১০ মন্ত্রীর অনেকেই একাধিক মন্ত্রণালয় পাবেন, তবে তাদের রুটিনওয়ার্কের বাইরে নির্বাহী ক্ষমতা থাকবে না।

সূত্র জানায়, ভাগ্যবান ১০ মন্ত্রীর মধ্যে থাকছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এবং বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।

সূত্র জানায়, বিএনপি নির্বাচনে না এলে একতরফা নির্বাচনে জোটের বাইরে গিয়ে জাতীয় পার্টি ভোট করলে জি এম কাদের বাদ পড়তে পারেন। এ ক্ষেত্রে বিমান ও পর্যটন মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান ঠাঁই পাবেন মন্ত্রিসভায়।

জোট শরিকদের মধ্যে সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া থাকছেন না এই অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায়।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।