আমাদের কথা খুঁজে নিন

   

প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ: পরে পরাজিত আওয়ামীলীগপন্থীদের মামলায় আদালতের অর্ন্তবর্তী নিষেধাজ্ঞা

আমি সফল হতে চাই

জাতীয় প্রেসকাব পরিচালনা পরিষদের নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করেছেন। এদিকে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকার একটি আদালত। বুধবার বেলা ১২টায় জাতীয় প্রেসকাবে বিদায়ী সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী ও নবনির্বাচিত কমিটির যৌথ সভায় দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় নতুন কমিটিকে ফুল দিয়ে বিদায়ী কমিটি বরণ করে নেয়। অনুষ্ঠানে নতুন ও পুরনো কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বিদায়ী সভাপতি ছাড়াও নবনির্বাচিত সভাপতি কামাল উদ্দিন সবুজ এবং সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বক্তব্য রাখেন। এদিকে নির্বাচনে পরাজিতআওয়ামীলীগপন্থী প্রার্থীদের করা মামলায় ঢাকার ৪র্থ সহকারী জজ আদালতের বিচারক শেখ মো. মুজাহিদুল ইসলাম নতুন কমিটির দায়িত্ব নেয়ার ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন। দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক সভাপতি পদে পরাজিত আওয়ামীলীগ ও ভারতের খাস গোলাম,গোলাম সারওয়ার এবং দৈনিক যুগান্তর পত্রিকার নির্বাহি সম্পাদক সাধারণ সম্পাদক পদে পরাজিত আওয়ামীলীগ ও ভারতের খাস পদলেহী সাইফুল আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় নির্বাচন কমিটির সভাপতি জাকারিয়া পিন্টু, নতুন সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ ১৩ জনকে বিবাদী করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, নির্বাচনের দিন ছাত্রদলের ক্যাডারদের প্রেসকাবে জড়ো করা হয়, বাদীদের সমর্থিত সাংবাদিকদের ভোট দানে বাধা দেয়া হয়, অনেক অবৈধ ভোট দেয়া হয় এবং ভোট গণনার সময় বাদীদের এজেন্টদের বের করে দিয়ে কারচুপির আশ্রয় গ্রহণ করা হয়।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সবুজ-আবদাল প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করে। ১৭টি পদের মধ্যে এ প্যানেলের প্রার্থীরা ১৩টি পদে জয়লাভ করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.