আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রদর্শিত আয় : খালেদা - সাইফুর

মহাপন্ডিতদের ভীড়ে আমি এক গন্ডমূর্খ

প্রথম আলোতে প্রকাশ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩৩ লক্ষ টাকা কর দিয়ে ১ কোটি ২৫ লক্ষ টাকা অপ্রদর্শিত আয় বৈধ করেছেন। আর সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান ৩১ লক্ষ টাকা কর দিয়ে বৈধ করেছেন ১ কোটি টাকার অধিক অপ্রদর্শিত আয়। অনেকে হয়তো একে সাধূবাদ জানাবেন। বিএনপি'র লোকজন হয়তো স্বস্থির নিঃস্বাস ফেলবেন এইভেবে - যাক নেত্রী এ-যাত্রা রক্ষা পেলেন, বিএনপি'র মান সন্মান অক্ষুণ রইলো। আসলে কি তাই ? হাসিনারও কি অপ্রদর্শিত আয় আছে ? দেশের প্রধানমন্ত্রী আর অর্থ মন্ত্রী তাদের আয় অপ্রদর্শিত রাখবেন কেন ? ট্যাক্স ফাকি দেয়ার জন্য ? যদি তাই হয় তাহ'লে এই আয় বৈধ করার সূযোগ তারা কেন পাবেন ? নাকি পাওয়া উচিত ? এটা নৈতিকতার প্রশ্ন। এই অপ্রদর্শিত আয় বৈধ করার সূযোগ পাওয়া উচিত শুধূমাত্র সাধারণ জনগণের। আইনপ্রণেতা (সাংসদ), স্থানীয় সরকার প্রতিনিধি, মন্ত্রী, সরকারী কর্মকর্তা-কর্মচারী বা রাস্ট্রের লাভজনক পদে আসিন কোন ব্যক্তির এ সূযোগ পাওয়া সমর্থনযোগ্য নয়। আপনারা কি বলেন ? [খালেদার কাছে প্রশ্ন - এই আয় কি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভাঙ্গা সুটকেসে লুকিয়ে রেখেছিলেন ?]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।