- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
ঝাঁ ঝাঁ দুপুরে
নটরডেম কলেজের সামনে দাঁড়িয়ে
অপেক্ষা- পরবর্তী ১৭ নং বিকল্প বাসের
চেয়ে দেখি এক ঝাক জোনাকী পোকা
আলো ছড়াচ্ছে আঁধারে
হঠাৎ বৃষ্টি- মুষল ধারে
মেঘহীন স্বচ্ছ নীলাকাশ ওপরে
নীচে বৃষ্টিস্নাত কালো পথ
স্যান্ডউইচ আমি- তৃষ্ণার্ত মাঝখানে
জোনাকী ধার দিলো একটুকরো আগুন
ঊর্দিপড়া বাবুর্চি আমি
বার্বিকিউ করছি একটা আস্ত ষাঁড়- চামড়াশুদ্ধু
সাগরের ফেনিল ঢেউ ভিজিয়ে দিলো
আমার দুটি পা- অযথাই
নিভে গেলো হাতের জ্বলন্ত সিগারেট
সেই প্রখর রৌদ্রের দাবানলে
আফ্রিকার গহীন জঙ্গলে পশুপাখিদের
অক্লান্ত ছুটোছুটি
সিভিল ড্রেসে গোয়েন্দা আমি খুঁজে ফিরি
সেই এক ঝাঁক জোনাকীদের...
ঝাঁ ঝাঁ দুপুরে
নটর ডেম কলেজের সামনে দাঁড়িয়ে
পরবর্তী ১৭নং বিকল্প বাসের অপেক্ষায় -
__________________________
১৪/১০/২০০৬ ০৪:১৬
এই ঘোরলাগা যাযাবর ভাবনায় আবার পেয়ে বসেছে। আজ বাসাতেই বসে কোথায় কোথায় হারিয়ে যে যাচ্ছি তা প্রকাশ করতে গেলে বোধহয় ঘোর কেটে যাবে....
দ্বিতীয়বার প্রকাশিত হলো। প্রথমখান সামহোয়ার আপগ্রেডের ফলে হিজিবিজি হয়ে গেছে।। (খাইয়ালামু)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।