আমাদের কথা খুঁজে নিন

   

কিগো, ডাকবে এবার !

দ্বিধা-দ্বন্দের সমীকরণ ! ভালোবাসা ঠোঁট কামড়ে দেয় আবারো বড় সংশয়ে থাকি তাই রেললাইন ঘষে চলে যাওয়া এই জনাকীর্ণ শহরে। এই বসন্তে কেউ কী আসছেন দীনহীন এই গরীবের জীবন ভ্রমনে ! এক নারী ভাসিয়েছে আধেকটা যারা এসেছিলো এরপরে ওরা স্বপ্নরমণী নয় প্রজাপতি কিংবা ঘাস ফড়িংই বলা ভালো । বড় সংশয়ে থাকি তাই রেললাইন ঘেঁষে চলে যাওয়া এই জনাকীর্ণ শহরে । ফিরে আসার অভিপ্রায়ে অথচ কান পাতি, ভুলেভালেই আবার হাত বাড়াই জীবনের দিকে ! কিগো ডাকবে এবার ওই নামটি ধরে ? নাকি এই জীবনে তুমিও অজানাই রয়ে যাবে আজীবন !  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।