হাতের লেখা ভালো, চেহারা ভালো না এম্নিতে হ্যায় তেমন লাজুক না, কিন্তু ঐদিন ক্যান ঐরকম করলো বুঝলাম না। বান্ধবী ক্লাশে থাইকাই ধরাধরি করছে, ‘‘তুই কিন্তু যাবিই!’’।
এই ভাই আমার কাউর কথাই ফালায় না। কইলো, ‘‘তোর আর বান্ধবীরাও কি আইবো?’’ উত্তরে উনি কইলো, ‘‘ব্যায়াক! সন্ধিও আইবো, তয় ভয় নাই, ওর জামাই আইবোনা, তুই চাইলো ওর লগে ড্যান্স দিতে পারোস, বিয়ার আগে পারোস নাই, পরে করবি। মাইয়াগো বিয়া কোন ঘটনা না আইজকাইল, ওইডা একটা পুরান চল, না মানলে ভাল লাগেনা।
’’- বান্ধবী ঝামটা দিয়া কইলো, ‘তোরে এত কতা কওন লাগবো ক্যান, আইতে কইছি, আবি’’।
এরপর ভাইও হাসে হ্যায় ও হাসে। এই হাসোনোর অর্থ ভালোনা, রাইতের পার্টিতো! তয় ভাই এম্নিতে নামাজ কালাম পরে, হ্যায় ডায়রেক কোন এ্যাকশানে যাইবো বইলা মনে হয়না। ইউনিভার্সিটি দিয়া হ্যায় সোজা সন্ধা ৮ টার মধ্যে বান্ধবীর ঘরে হাজির! ঘর ভরা মাইয়া-পোলা তহন! হেভি হেভি বিট্্-য়ালা ইংলিশ গান বাজে। ভাই জাওনের লগে লগে সব স্টপ! ইকোনোমিক্সের ৩০০ ছাত্রের মধ্যে ভাইরে চেনে না, জানেনা এমন কেউ নাই।
লেটেস্ট লেটেস্ট জোক্সে হ্যায় পুরা ক্লাস মাতাইয়া দেয়। ৫ ওয়াক্ত নামাজ পড়ায় ননমেজর একাউন্টিকের আফায় খুব ভালো পায় তারে! মাঝে মাঝে ডাইকা নিয়া কয়, চান্দু (হ্যার নাম লিখলাম না, পইড়া যদি মাইন্ড করে!) , নতুন কোন মজার কৌতুক শিখছো? ’’ হ্যায় ধপাধপ মাইরা দ্যায়, এইট্টিন প্লাস টøাস মানেনা! আফায় যে তাতে রাগ হয় তার প্রমান পাওন যায় নায়, কারণ হ্যায় তারে আবার ডাকে, কৌতুন হুনে।
তয় মুল ঘটনায় যাই, ভাই যাইয়াই জুতা-মুজা খুইলা ড্যান্স শুরু কইরা দেয়। হ্যার পরথম টার্গেট নীলা। এই টার্গেটেরও যৌক্তিক কারণ আছে।
এই মাইয়া ক্লাশে সব সময় টিশার্ট পরে! ভাই তারে দুইদিনের মাথায় কইছে, দ্যাহো নীলা- এইডা গুলশান-উত্তরা না, এইডা পাবলিক ইউনি। এখানে ভদ্দর ঘরের পুলাপান পড়ে, গরীব মেধাবীরা পড়ে! তুমি এই ড্রেসে আবানা। তাছাড়া এ ড্রেস হারাম! নীলা হ্যার কাম হ্যায় চালাইয়া গেছে, কোন সময় টাইট, কোন সময় লুছ, যহন যা পাইছে তাই পড়ছে।
তয় ভাই ধুমছে কোমড় লাড়ায় আর আড়ে আড়ে নীলার দিকে কান্হি মারে। নীলা আইজ আরো টাইট পড়ছে।
ভাইর টার্গেট আইজ পুরণ করবোই করবো! হঠাৎ কইরা ভাই ব্রেক দিয়া জায়গায় স্টপ! দৌড় দিয়া হালকা আড়ালে গিয়া হ্যার বান্ধবীরে কয়, পিংকি, তোগে টয়লেট কোন দিকে? সিরিয়াস! পিংকি আঙ্গুল জাগানোর আগেই হ্যায় দৌড়!
ভাইর দৌড় দেইখাই পিংকির ছোট বুইন রন্টি হ্যায়ও দিছে দৌড়! দৌড়ায় আর ডাকে‘‘ ভাইয়া ভাইয়া! খাড়ান! খাড়ান! খাড়ান ভাইয়া! ভাই দাতে দাতে লাগাইয়া হালকা ব্রেক দিয়া কয়, ‘‘কি রন্টি? এখনই আইতাছি, বস!’ রন্টি হাতে প্লাস্টিকর একটা বল লইয়া কইলো, ভাইয়া এইটা লইয়া জান!’’
ভাইতো গ্রামের মানুষ, আদব কায়দাও গ্রাম থিক্কা শেখা! কেউ কিছু দিলেই ডায়রেক হাত বাড়ানোর পোলা হ্যায় না! ভাই খুব ভদ্রতার লগে লজ্জায় লজ্জায় কইলো, ‘‘ ন্ ানা রন্টি! লাগবেনা, লাগবেনা! দরকার নেই রন্টি, আমিতো আসতিছি ’’-হ্যার আর দাড়াইলোনা। ডায়রেক্ট ঢুইকাই লক! রন্টি যে আরো কিছু কইলো তা আর কানে লইনো ভাই!
দুই মিনিট পর ভাইর লক্ষ্য পুরণ হইলে হ্যায় আবায় দুনিয়ার চিন্তায় মন দেয়। প্রথমই নীলার টাইট গেঞ্জির কথা মনে আইসাই আবার তাউল্লা গরম, হ্যারপরেই সন্ধি! মাইয়াডারে কম ভালো পায় নায়, কোন দামই দিলোনা প্রেমের! কত ক্লিয়ার প্রেম! এইযুগে এই প্রেম হয়না সন্ধি! এরপর রন্ট্রি। বান্ধবীর বুইনতো প্রায় নিজের বুইনের মতোই। কিন্তু কি বুইঝা ও ঐরকম একটা ম্যাসেজ লিখছিলো মাথায়ই ঠোকেনা ভাইর! হঠাত রন্ট্রির কথা খেয়াল আসতেই ডাইনে মোর দিয়াই গা দিয়া দরদর কইরা ঘাম বাইরাই গোলো।
বাথরুমের কল খোলা! পানি নাই! কোথাও কোন পানি নাই!
মাথার খাড়া চুল লজ্জায় পড়ি গেলো। ঘামে গুঞ্জি ভিজা টুপটুপ। ১৩ মিনিট পর পকেট দিয়া ফোনডা বাইর কইরা আস্তে পিংকিরে কল মারে ভাই। হ্যার আইজ জন্মদিন, ফোনের সব লোকতো হ্যার সামনে, ফোনের কামকি ! ফোন বাজেতো বাজে! ৮/৯টা কলের পর রন্ট্রি ধইরা কয়, ‘‘ভাইয়া আপনারে তহন পানি লইয়া সাধলাম আপনে কানে নিলেন না, দাড়ান দাড়ান, আমি দুইমিনিটের মধ্যে আসতাছি। ’’
রন্ট্রি আস্তে আস্তে দরজায় টোকা দিয়া ক্য়, আমি চোউখ বুঝছি, আপনি হালকা একটু ফাঁক করেণ’’!
এই ঘটনার পরের সপ্তাহ ভাই রন্ট্রির সেই ম্যাসেজের উত্তর দেয়, “রন্ট্রি, পিংকি কইলো তুমি নাকি ইকোনোমিক্সে দূর্বল।
ওইটাতো পানির মত সহজ জিনিস! পিংকি কইছিলো তোমগো বাসায় গিয়া দুইদিন বুঝাই দিতে। আমি রাজি হই নাই। ডর লাগে.. আবার যদি ঐ ঘটনা ঘটে!’’
ভাই-রন্ট্রি এখন সারাদিন এরে-ওরে বুঝায়, একসাথে চকলেট খায়-আয়েসক্রিম খায়;
একসাথে প্রেম করে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।