আমাদের কথা খুঁজে নিন

   

লেখার এলোমেলো ড্রাফট ১১

সযতনে খেয়ালী!

বেথোফেনের মূর্তির সামনে বহুদিন পরের ক্ষণ নিয়ে যায় বহুদিন পূর্বের ক্ষণে। সেদিন ছিলো বিশাল গোলাকায় চাঁদ। রূপালী আলোয় উদ্ভাসিত চত্বর। কিঞ্চিত দোলানো পায়ে ছিলো নেশার অন্যরকম সিম্ফনী। স্মৃতি মোটেও বিঘ্ন ঘটায় না।

গোল্ডেন জন্মদিনের কথা মনে পড়ে। 'সর্বশেষ উইশার' ভিন্য দোতনা তুলে নেচে যায়। ডানে বামে তাকিয়ে কয়েকজনের অলস এগিয়ে যাওয়া। ভূতুরে আলো। জুপ পারফিউমের ভুভু ঘ্রাণ।

দিনের ফ্ল্যাশব্যাকে ওয়াশ স্যালুনে হঠাত বেজে ওঠা মোবাইলের এলার্ট। বন্ধ করে দিয়ে ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানানো হয়। মার্লবরো লাইটের প্যাকেট খুলে যায়, ধপ করে জ্বলে ওঠে ফয়ারসুগ। নি:শব্দে পুড়তে থাকে আরো একটা ক্যান্সারের খনি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.