যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
এখানে টানানো জলপাই ছাদ
নিচে আমাদের কোলাহল, খাই আর হাই
বলে সন্বোধন করি, দেখলেন ভাই
কত শান্ত বাঙালী জাত!
ঠিক কেঁচো হয়ে সেধিয়েছে অন্ডকোষে
কত জ্ঞানী কথা বলা রাজপথ
এখন কেবল ধাই করে টেনে নেয়
দাড়িয়ে করি হিসি নিরাপদ!
মুখ খোলা সড়কের পাশে পার্ক করা বেড়ি
পুলিশের লাঠি চাকুরী হারিয়ে শুকালো বুঝি
ভাই আরেকটু নেবেন জলপাই
এবারের আচারে অমৃতের স্বাদ পাই!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।