আমাদের কথা খুঁজে নিন

   

মহাস্মার্ট লোকের কৌতুক



১. একদিন দুই বন্ধু সাগরে গেলো জেলেদের সাথে মাছ ধরতে। সেই জালে আটকা পড়লো এক জলকুমারী। জলকুমারী তাদেরকে বললো, তোমরা আমাকে মুক্ত করে দাও। তোমাদের একটা ইচ্ছা আমি পূর্ণ করবো। তারা জলকুমারীকে মুক্ত করে দিলে জলকুমারী তাদের মনোবাসনা জানতে চাইলো।

প্রথম জন বললো, আমি মহাস্মার্ট হতে চাই। জলকুমারী বললো, তুমি তো স্মার্ট আছোই। প্রথম জন বললো, আমি আরো দশগুন স্মার্ট হতে চাই। জলকুমারী তাকে দশগুন স্মার্ট বানিয়ে দিলো। দ্বিতীয় জন বন্ধুর এই অবস্থা দর্শনে উত্তেজিত হয়ে পড়ল।

সে জলকুমারীকে বললো, আমি আমার বন্ধুর চেয়ে একশগুন স্মার্ট হতে চাই। জলকুমারী বললো, এটা কিন্তু বিপদজনক। তুমি আবার ভেবে দেখো। দ্বিতীয় জন বললো, ভাবাভাবির কিছু নাই, তুমি আমাকে একশ গুন স্মার্ট করে দাও। জলকুমারী, তথাস্তু বলতেই দ্বিতীয়জন একটা মেয়েতে রূপান্তরিত হয়ে গেলো।

২. একদিন এক ছাগু আর তাহার বন্ধু আশু প্রভাতে তৃণভোজনে গেলো। হঠাত তারা দেখতে পেলো, মাঠের ওপারে অরণ্য ভিতরে এক সুন্দরী হুরকে বন্দী করে রেখেছে ইবলিশ। সুন্দরী হুর বললো, তোমরা আমাকে মুক্ত করে দাও। তোমাদের একটা ইচ্ছা আমি পূর্ণ করবো। তারা তাকে মুক্ত করলো।

হুর আশুকে জিজ্ঞাসা করলো, তোমার মনস্কামণা কি হে বতস? আশু কহিল, আমি এখন যেরূপ এছলামি জ্ঞান নিয়া ব্লগাইতেছি তাতে সুবিধা করিতে পারতেছি না। আমারে আরো দশগুন জ্ঞানী করে দাও। হুর তাকে সাথে সাথে সুফীতে পরিণত করে দিলো। এবার ছাগুর পালা। ছাগু আশুকে সুফীতে পরিণত হতে দেখে বেশ উত্তেজিত হয়ে পড়িছিলো।

সে বললো, আমাকে তুমি সুফীর চেয়েও একশগুণ জ্ঞানী করে দাও। হুর বললো, এটা কিন্তু বিপদজনক। আবার ভেবে দেখো। ছাগু বললো, সি.টি.এন. মানে চিন্তা-করার টাইম নাই। যা বললাম তাই করো।

হুর তথাস্তু বলতেই, ছাগু হেজাব পরা একটা আস্ত মেয়েতে রূপান্তরিত হয়ে গেলো। *** সম্পূর্ণ কাল্পনিক। কাহারো সহিত মিলিয়া গেলে নিতান্তই কাকতাল। আরো কৌতুক আসিতে পারে জনগন চাহিলে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।