তিন বন্ধু তুষার, মিকো ও তপু। একদিন তিনজন রাতে আশিকদের বাড়ি তারা ডাব চুরি করতে গেল। তুষার গাছে চড়তে পারে বলে সে ডাব গাছে উঠলো। অন্য দুজন নিচে ছিল। তুষার উপর থেকে ডাব নিচে ফেলছিল।
রাতে চারিদিক ছিল স্তব্ধ। উঁচু থেকে ডাব পড়ার শব্দ শুনে আশিক চলে এলো। তার ভয়ে নিচে থাকা দুই চোর মিকো ও তপু দৌড়ে পলায়ন করলো॥। এসময় মিকো ডাবগুলো নিয়ে গেল কিন্তু তপু অন্যদিকে চলে যায়। মিকো আগে থেকে ঠিক করে রাখা এক জায়গাতে ডাবগুলো তিন ভাগ করে এক ভাগ নিয়ে দুই ভাগ রেখে চলে গেল।
এ সময় সে বাকি দুই ভাগ মিশিয়ে রেখে গেল। কিছুক্ষন পর তপু হাপাতে হাপাতে এসে দেখলো সেখনে রাখা ডাবগুলো। তখন সে ডাবগুলোকে তিন ভাগ করল এবং দেখল ২ টা বেশী আছে। সে এক ভাগ নিল সাথে বেশী দুটিও নিল। তুষার কিন্তু অনেক পর গাছ থেকে নামলো।
কারণ গাছের নিচ থেকে আশিক চলে না গেলে নামলে তো খবর আছে। তুষার তাদের সেই জায়গায় গিয়ে ডাব গুলো দেখে ভাবলো তার ভাগই মনে হয় অবশিষ্ট আছে। তাই সে সব গুলো নিয়ে বাড়ি চলে গেল। পরে চোরেরা মোবাইলে কথা বলে জানতে পারলো যে তারা তিনজনই সমান সংখ্যক ডাব পেয়েছে।
এখন বলতে হবে মোট কতগুলো ডাব তারা আশিকের বাড়ী থেকে চুরি করেছিল?
দয়া করে জবাব পাঠাবেন
এখানে উত্তর পোষ্ট করবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।