আমাদের কথা খুঁজে নিন

   

ভ্লাদিমির পুতিনের সাড়া-জাগানো অপ-এড এবং অতঃপর (লিংক)



মূল লেখা ওয়ার্ডপ্রেসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল একটি সেইইরকম অপ-এড লিখে বেশ হৈচৈ ফেলে দিয়েছেন। তাও আবার আমেরিকার বিখ্যাত নিউ ইয়র্ক টাইমসে। সিরিয়া আক্রমন করতে বদ্ধপরিকর আমেরিকা-কে আবারও নিরস্ত করে আলোচনার পথ দেখানোর মাত্র ২/৩ দিনের মধ্যেই এমন ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। অপ-এডে পুতিন লিখেছেন যে রাশিয়া-আমেরিকার মধ্যে এক ধরনের বোঝাবুঝির অভাব সৃষ্টি হয়েছে আর তাই তিনি নিজেই একটি মার্কিনী পত্রিকায় লেখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁর থেকে যেমন মারদাঙ্গা লেখা সবাই আশা করে - এটা একদমই তা নয়।

বরং শান্ত ভাবে তিনি জাতিসংঘকে আবারও শক্তিশালী করার কথা বলেছেন। আরো বলেছেন সিরিয়ায় যা চলছে তা গণতন্ত্রের জন্য লড়াই মোটেই না - বরং দুইটি সশস্ত্র পক্ষের লড়াই এটা। এতে যখন কোন দেশ নিজেই হস্তক্ষেপ করতে যাবে - তখন সাড়া বিশ্বের কাছে জাতিসংঘ আসলে একধরনের ফেলনায় পরিণত হবে। আর তখন সবাই আরো ক্ষেপণাস্ত্র যোগাড় করতে বাধ্য হবে। বারাক ওবামা সম্প্রতি এক ভাষনে মার্কিনীদের 'এক্সেপশন্যালিজম' বা শ্রেষ্ঠত্ব / স্বয়ংক্রীয়তা নিয়ে কথা বলেছিলেন।

সে প্রসঙ্গে, 'আমেরিকানরা বাকি বিশ্বের মানুষের থেকে এমন কোন আলাদা না' - এমন কথা বলে পাঠকের কঠোর সমালোচনার মুখেও পড়েছেন পুতিন। তবে সব মিলিয়া - যেই মুহূর্তে আমেরিকায় যুদ্ধের ডামাডোল বাজছিল - তখনই রাশিয়ার এই সংযত শান্তির বাণীতে অবাক অনেকেই। পুতিনের কাছ থেকে এমন সরল অথচ যুক্তিনির্ভর লেখাও কেউ আশা করেনি। আবার অনেকে বলেছেন এটা সময়ক্ষেপণ ছাড়া কিছুই না। মার্কিনী পাঠকদের মন্তব্যের সামান্য বিশ্লেষণ করে একটি [sbলেখা] দিলাম আমার ইংরেজি ব্লগে।

আশা করি ভালো লাগবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.