আমাদের কথা খুঁজে নিন

   

রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিন হিরো হইতে চান !!

দিশেহারা আগামী বছর আসছে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন৷ তার আগে একের পর এক চমক দেখিয়ে মিডিয়ার খোরাক হতে চান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিন৷ এবার সাগরের গভীর থেকে তুলে আনলেন প্রত্নতাত্বিক বস্তু৷ একসময়কার কেজিবি'র কর্মকর্তা পুটিন তাঁর শারীরিক সামর্থ্যের প্রমাণ দিতে চান সবসময়৷ তাই ৫৮ বছর বয়সে এসে নানা কসরত দেখাতে তাঁর জুড়ি নেই৷ ঘোড়ায় চড়ে শিকার করা কিংবা মেরুর ঠান্ডা পানিতে সাঁতার কাটা - সবই পারেন তিনি৷ সাগরের তলে ডুব দেওয়াটাও শিখছেন দিন কয়েক হলো৷ সেদিন তিনি ডুব দিলেন রাশিয়ার দক্ষিণে পুরনো গ্রিক কৃষ্ণ সাগরে৷ আর কি কপাল, ডুব দিতেই পেয়ে গেলেন বহু পুরনো গ্রিক প্রত্নসামগ্রী৷ খুব গভীরে যে ডুব দিয়েছেন পুটিন তা নয়, মাত্র দুই মিটার৷ কিন্তু পানিতে ডুব দিতেই চোখে পড়ে গেল সাগরের তলে কাদায় আটকে থাকা দুটি ফুলদানির ভগ্নাংশ৷ উপস্থিত সংবাদ মাধ্যম কর্মীদের সামনে যখন তিনি তাঁর আবিষ্কার তুলে ধরলেন, তখনও তাঁর স্কুবা ডাইভিং-এর পোশাক থেকে পানি ঝরছিল৷ সংবাদ মাধ্যমগুলোতে প্রধানমন্ত্রীর হাস্যোজ্জ্বল ছবি ছাপিয়ে গেছে অর্থনৈতিক মন্দার খবরকে৷ তবে বিরোধীরা আবার অন্য কিছু খুঁজছেন৷ যেমন NewsRu.com ওয়েবসাইট লিখেছে, পুটিনের সঙ্গে যাঁরা ছিলেন তাঁরা কেউ ডুব দিলেন না, যেন প্রধানমন্ত্রী একাই এই আবিষ্কার করবেন সেজন্য তাঁরা অপেক্ষা করছিলেন৷ তবে পুটিনের বিরোধীদের এই সমালোচনা গায়ে মাখছেন না রাশিয়ার মূল ক্ষমতাধর ব্যক্তি পুটিন৷

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.