আমাদের কথা খুঁজে নিন

   

আজকার পিচ্চিরা যা স্মার্ট ! কথায় কাজে এক ধাপ এডভান্সড

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

আজকাল পিচ্চির যা স্মার্ট না ! কথায় কাজে পিচ্চিকাল থেকেই এক ধাপ এগিয়ে, কথা পারার মত নয় তার আগেই উত্তর রেডী থাকে যেন। স্বদেশী-বিদেশী সংস্কৃতির কল্যানেই হোক আর অকল্যানেই হোক এরা যে এই পিচ্চি বয়স থেকে যেভাবে স্মাটনেস শো করে, আমাদের সময়ের সাথে মেলাতে গেলে বিস্তর ফারাকই দেখা যায়। এই তো সেদিন একজন ক্লাসমেট মেয়ের সাথে কথা বলছি, সে লুকিয়ে শুনে তা আবার মায়ের কাছে দিব্যি বলে দিল । পাশের ফ্লাটের সমবয়সী ছোট্ট মেয়েটাকে দেখে চোখ টিপ মেরে আবার আমাকে বলে কিনা "মামা, বাম চোখটা ঠিকমত হচ্ছে, কিন্তু ডান চোখটা একটু ডিস্টার্ব করছে, একটু শিখিয়ে দেওনা" বলে কিরে বাবা, এতটুকুন বয়সে চোখ টিপি, মাশাল্লাহ ! পোষ্টের উপরের লেখাগুলো অতিরিক্ত মূল বিষয়টা হচ্ছে কাল সন্ধ্যায় পাশের ফ্লাটের ছোট মেয়েটা এসে যখন বলল "আংকেল মুহিত (আমার ভাগ্নে) না বলেছে আমাকে তার ভাল লাগে, এখনও রেসপন্স করিনি, রেসপন্স করব? " এমন প্রশ্নে হতবাক হব কি হবনা তাই ভাবতে গিয়ে ছোট্ট মামণির উত্তর আর দেয়া হয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।