আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন
কাল রাতে যখন সবাই মিলে ডিনার করছিলাম হঠাৎ আমার বোন এসে আব্বুকে বললো, আব্বু আমাকে একটা ঝুলন্ত দোলনা কিনে দাও সাথে একটা লেম্প....
ঠিকাছে কিনে দিবো, কিন্তু দোলনাটা কোথায় রাখবে?
কেন?আমার বিছানার উপরে ঝুলিয়ে রাখবো , এক প্রান্ত একজানালার সাথে আর অন্য প্রান্ত আরেক জানালায় বাধঁবো, তো দোলনাটা বিছানার উপরে ঝুলে থাকবে ।
আব্বু আমার বোনার কখা শুনে কিছুক্ষণের জন্য কি বলবে ভাষা পাচ্ছিল না.....
আব্বু তুমি বুঝতে পারছো না ,রাতে আমি গান শুনেবা আর দোলনায় শুয়ে থাকবো
আব্বু কিছুক্ষণ চুপ থাকার পর জবাব দিলো,তুই এক কাজ কর, দোলনাটা বাথরুমে ঝুলিয়ে রাখ
আমার বোনতো চেঁতে গেল, বাথরুমে রাখবো কি আমি গরমে মরতে ? আব্বু তুমি ব্যাপারটা বুঝছো না, তুমি দোলনা কিনে দিবে নাকি বলো?
কিছুক্ষণ পর সে আমার কাছে এসে বললো, ব্যাপারটা একটু ভেবে রেখ সাদিয়া , কত মজা হবে না?বিছানার উপরে দোলনা থাকবে আমাদের.....
চল আব্বুকে গিয়ে পটাই
আমি বললাম , দাড়া দাড়া তোর এ কান্ডটা ব্লগে পোষ্ট করে নেয়, দিখি তারা কি বলে?
ও তখন আমাকে বললো , পাগল হয়েছিস???
আমি তখন ওর দিকে তাকালাম, আমার বোন তখন হট্ট হাসি দিল.....
কারণ ও আমার তাকানো মাঝে বুঝতে পেরেছে,ওর আবদারটাও আব্বুর কাছে তেমনি পাগলামীর মতো মনে হচ্ছে
কিন্তু তারপরও সে বিছানার ওপর দোলনা দেখতে চায়,কারণ তার কাছে মূল ব্যাপার হচ্ছে ওর ভাল লাগবে,কে কি ভাববে তাতে কি?????
এটা আমাদের রুম তো , আমাদের স্বাধীনতা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।