বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
অনেক দিন বাইরে থাকার পর বাড়ী ফিরলে অনেক খবর অপেক্ষায় থাকে। অবশ্য আমার বোনের অভিযোগনামাটি বেশ চমকপ্রদ। বোন থাকে ঢাকা থেকে একটু দূরে। সেখানে তার ঘরবাড়ী সাজানো। কিন্তু বিপত্তি ঘটেছে বেশ ক'মাস থেকে।
টেলিফোন সমস্যা। আমি যাবার আগে টিএন্ডটির বন্ধুকে দিয়ে সমাধান করিয়ে গেছি। ফিরে এসে দেখি আবার একই সমস্যা। তার বাড়ীর বাইরে থেকে বেশ একটু দূর প্রায় ২০০ গজ লম্বা টানা ফোন লাইন। করিতকর্মা চোর দু'দুবার ফোন লাইনের তার চুরি করে নিয়ে চলে গেছে।
ফিরে এসে দেখি একই সমস্যা আবারও।
বোনের অভিযোগনামা নিয়ে কথার মধ্যে আমার গুণধর ভাগ্নে এসে বলল, "মামা, ফোন লাইন টানা হোক আবার, কিন্তু তাতে লাইভ ইলেকট্রিক তার পেচিয়ে রাখা হোক, হেরোইনখোর চোর যদি আবারও লাইনের তার চুরি করতে আসে, তাহলে মজার শিক্ষা পাবে"? ভাগ্নের বুদ্ধির বহর দেখে আমরাও টাস্কি খেলাম। আমি মনে মনে ভাবি, লাইভ ইলেকট্রিক তার লাগিয়ে চোরের যথাবিহিত শাস্তির ব্যবস্থা তাহলে অনেক জায়গায় শুরু করা যায়। কারও বাসার ফোনের লাইন, কারও পকেট, কারও ব্লগ, কারও মন চোরের হাত থেকে বাঁচাবার জন্য "লাইভ ইলেকট্রিক শকের ব্যবস্থা" জুতা আবিস্কারের মতো অভিনব ও চমকপ্রদ মনে হলো। ভাগ্নের বুদ্ধিতে মুগ্ধ এক মামার আর কি বলার কিছু থাকতে পারে(ক্লোজআপহাসি) ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।