আবারো নাকি জ্বালানি তেলের দাম বাড়ানো হবে। অজুহাত হলো ভারতের বাজারে জ্বালানি তেলের দাম কম, আমাদের দেশে বেশি। এই কারণে সীমান্ত পথ দিয়ে জ্বালানি তেল ভারতে পাচার হয়ে যাচ্ছে। বর্তমান সরকারের কি সরল যুক্তি! ভারতে তেল পাচার হয়ে যাবে বলে তেলের দাম বাড়ানো হচ্ছে নাকি বিশ্বব্যাংকের ঠেলাগুতো সামলাতে না পেরে এই উদ্ভট যুক্তি দেখানো হচ্ছে। বিগত সরকারকেও জ্বালানি তেলের দাম বাড়ানোর পেছনে এই যুক্তি শোনাতে দেখা গেছে, বর্তমান সরকারও শোনাচ্ছে।
হয়তো ভবিষ্যতের কোনো সরকার তা শোনাবে।
আমার কথা হলো যদি সীমান্ত দিয়ে যদি তেল পাচার হয়ে যায় তাহলে সীমান্তরক্ষী বাহিনী রাখার দরকার কি? তাদের ঘরে বসিয়ে বেতন, খাওয়া দিলেই হয়। নাকি তারা পারছে না?
আমাদের দেশে জ্বালানি তেলের বড় ব্যবহারকারী হলো কৃষক। তাদের আসলে বলার মতো কোনো শক্ত জায়গা নেই। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে তারা কিছু বলতে পারে না।
তাই তারা মুখ বুজে সব সয়ে যায়। তেলের দাম বাড়লেও তারা কিছু বলে না। বেশি দামে জ্বালানি তেল, সার, কীটনাশক কিনতে তারা দিন দিন আরো গরিব হয়ে যাচ্ছে।
গরিব হওয়াটা কি তাদের অপরাধ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।