আইফোন সিরিজের নতুন দুইটি হ্যান্ডসেট উন্মোচন করেছে অ্যাপল। ক্যালির্ফোনিয়ায় একটি আনুষ্ঠানে আইফোন ফাইভ-এস ও ফাইভ-সি নামের নতুন দুইটি মডেল উন্মোচন করা হয়।
আইফোন ফাইভ-এস এ থাকছে বায়োমেট্রিক টাচ আইডি। একে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বলা হচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট আইফোন ব্যবহারকারীর আঙ্গুলের স্পর্শ ছাড়া এ ফোনকে আনলক করা যাবে না।
অন্যদিকে, আইফোন ফাইভ-সি তৈরি হয়েছে প্লাস্টিক ধাতুর সংমিশ্রনে।
ব্যবহারকারীদের থাকছে পছন্দের রং নেয়ার সুযোগ। ফাইভ-এস এসেছে তিন রঙে। আর ফাইভ-সি মডেল পাওয়া যাবে পাঁচটি বর্ণিল রঙে।
অ্যাপল এই প্রথম দুটি ভিন্ন মডেলের ফোন একসঙ্গে বাজারে এনেছে।
বিষয়টিকে অ্যাপলের বিপনন কৌশলের পরিবর্তন হিসেবে দেখছেন অনেকে।
১৬ গিগাবাইট মেমোরিসহ আইফোন ফাইভ-এস এর জন্য ব্যবহারকারীদের গুনতে হবে ৭০৯ পাউন্ড।
আর ১৬ গিগাবাইট মেমোরিসহ আইফোন ফাইভ-সি মডেলের জন্য দাম নির্ধারণ করা হয়েছে ৪৬৯ পাউন্ড।
২০ সেপ্টম্বরের মধ্যে মডেলগুলো আমেকিরা, বৃটেন, চীন, অস্ট্রেলিয়া ও কানাডাসহ অন্যান্য দেশে পাওয়া যাবে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।