আমাদের কথা খুঁজে নিন

   

আমার দেখা দুই ব্লগার [ঢালী (৪র্থ সেঞ্চুরী) ও ভাষ্কর চৌধুরী(ডাবল সেঞ্চুরী)] অভিনন্দন তাদেরকে !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

বিশ্বে কত বিষয়ে কত রকমের রেকর্ড আছে লিপিবদ্ধ আছে। কিন্তু এরকম কোন রেকর্ড আছে কিনা “সবচেয়ে কম সময়ে ব্লগে সর্বাধিক পোষ্ট” তা আমি হলফ করে বলতে পারবনা। এই ব্লগে যদি এরকমটা কোন জরিপ চালনা করা হয় সবচেয়ে কম সময়ে সর্বাধিক পোষ্ট ব্লগিং তাহলে নিশ্চিত “ঢালী” এবং “ভাষ্কর চৌধুরী” এই পর্যবেক্ষনে এগিয়ে থাকবে। ঢালী - এই পোষ্ট পূর্ব পর্যন্ত শুধু জুন মাসের ১৫-৩০ তারিখ পর্যন্ত মোট ১৫ দিনে পোষ্ট সংখ্যা ৪৩৪, অর্থ্যাৎ গড়ে প্রতিদিনের পোষ্ট ২৯টি, ঢালীর ব্লগ হিট ৩৪০৮, অর্থ্যাৎ প্রতি পোষ্টে গড় হিট ৮টি উল্লেখযোগ্য বিষয় হল ঢালীর অধিকাংশ পোষ্টেই হিট সংখ্যা ০ অভিনন্দন ঢালীকে, তার চার সেঞ্চুরীর সুবাদে ভাষ্কর চৌধুরী – ভাষ্কর চৌধুরীর ব্লগ যাত্রা শুরু হয় ১০/০৫/০৭ইং তারিখে “ভালবাসার পরিধি” পোষ্টের মাধ্যমে। এই পোষ্ট পূর্ব পর্যন্ত মে ও জুন মাস পর্যন্ত ৫২দিনে মোট পোষ্ট সংখ্যা ২০৮, অর্থ্যাৎ গড়ে প্রতিদিনের পোষ্ট ৪টি, ভাষ্করের ব্লগ হিট ৯০৮৬, অর্থ্যাৎ প্রতি পোষ্টে গড় হিট ৪৪ টি অভিনন্দন ভাষ্কর চৌধুরীকে, তার ডাবল সেঞ্চুরীর জন্য আমার দেখা ও বিবেচনায় এর দুজনাই সবচেয়ে কম সময়ে সর্বাধিক পোষ্টদাতা, তাদের দুজনকেই অভিনন্দন এবং আগামীতে তারা আরো বেশী বেশী পোষ্ট দিয়ে সামওয়্যারইন ব্লগকে সমৃদ্ধ সেই কামনাই করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.