আপাততঃ খই ভাজি...
প্রতুল মুখোপাধ্যায়ের এ গান আমার অসম্ভব প্রিয়। হাজার বছরেও পুরনো হবার নয়। বিপ্লবী বুড়োর অনেক গান, কবিতা আমাকে সাহস যুগিয়েছে নানা সময়ে, ভাবতে শিখিয়েছে নতুন করে। কৃতজ্ঞতা তাঁর প্রতি।
স্লোগান দিতে গিয়ে
আমি চিনতে শিখি নতুন মানুষজন, স্লোগান,
স্লোগান দিতে গিয়ে
আমি বুঝতে শিখি কে ভাই, কে দুশমন, স্লোগান।
হাট মিটিঙে চোঙা ফুঁকেছি,
গেট মিটিঙে গলা ভেঙেছি,
চিনছি শহরগ্রাম,
স্লোগান দিতে গিয়েই আমি সবার সাথে আমার দাবি
প্রকাশ্যে তুললাম, স্লোগান।
স্লোগান দিতে গিয়ে আমি ভিড়ে গেলাম গানে,
গলায় তেমন সুর খেলে না, হোক বেসুরো পর্দাবদল,
মিলিয়ে দিলাম সবার সাথে মিলিয়ে দিলাম গলা,
ঘুচিয়ে দিয়ে একলষেঁড়ে চলা।
জুটলো যত আমার মত,
ঘরের খেয়ে বনের ধারে, মোষতাড়ানো উলটো স্বভাব,
মোষতাড়ানো সহজ নাকি, মোষের শিঙে মৃত্যু বাঁধা,
তবুও কারা লাল নিশানে উস্কে তাকে চ্যালেঞ্জ ছোঁড়ে,
স্লোগান।
স্লোগান দিতে গিয়ে, আমি বুঝেছি এই সার,
সাবাস যদি দিতেই হবে, সাবাস দেবো তার,
ভাঙছে যারা, ভাঙবে যারা খ্যাপা মোষের ঘাড়।
গানের কথার জন্য কৃতজ্ঞতাঃ
স্লোগান দিতে গিয়ে@ব্লগস্পট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।