উন্মাতাল রাজপথে নেমে এসেছে একঝাক তরুণ
তীক্ষ্ণ দৃষ্টিতে স্লোগানে মুখরিত জনপথ,
ইতিহাসের একটা সত্যের মীমাংসার অপেক্ষায়
রাত নামে শহরের পরিচিত চত্বরে ।
নিঃশ্বাসে বেড়ে ওঠা একাত্তরের ঘ্রাণ নিয়ে
জেগে উঠেছে অসংখ্য রক্তমাংসের মানুষের
মৃত্যুর হিসেব ।
কণ্ঠস্বরে শহরের চেনাপথ প্রকম্পিত ,
বৃদ্ধ একাত্তরের যোদ্ধাও জীবনের শেষক্ষণে এসে
স্বপ্ন দেখে সহযোদ্ধার হত্যার বিচার ।
সেদিনের সে শিশু ছেলেটিও
এসেছে আজ মধ্যবয়সে ছেলেকে সাথে নিয়ে ,
চেয়ে আছে তার একজোড়া উন্মুখ চোখ
অব্যক্ত কষ্ট বুকে নিয়ে।
এখানে সে আসতো একসময়
তার বাবার হাত ধরে ,
সে পরিচিত মুখ হারিয়ে গেছে একরাতে
পিশাচরুপী মানুষের ছোবলে ।
তাই আজ সেও গলা মিলায়
একটা অতৃপ্ত আশার বেদনায় ।
ইতিহাস ভুলে গেছে অনেকে
ভুলে গেছে উজ্জ্বল নায়কদের গল্প ,
তাই লজ্জায় জীবিত নায়কদের কেউ কেউ
আজ নিজেদের পরাজিত ভাবে ।
বুকের ওপর বেয়নেটের খুঁচানো রক্তের দাম
এই পৃথিবীতে এখনও কেউ দিতে পারেনি ,
শুধু একটা ক্ষমা সব হিসেব-নিকেশ
থামিয়ে দিতে পারেনা ।
অনেকগুলো গল্প অনেকগুলো রাতের কষ্টের কথা
হাজার পৃষ্ঠা কাগজ শেষ করলেও
শেষ হবেনা সে অনুভূতি ।
কত বিকেল গড়িয়েছে
পাশে পরে থাকা বন্ধুর গুলিবিদ্ধ লাশটি
কবর দিতে পারিনি,
সে কষ্ট এখনও বেয়াল্লিশ বছর পরেও
নিজেকে অস্থির যন্ত্রণায় ফেলে ।
এমন অনেকে আছে
যে নিজের বোনকে বাঁচাতে পারেনি ,
তাই আমৃত্যু নিজেকে ভেবে গেছে
একজন কাপুরুষ ।
সে মানুষটিও এসেছে এখানে ,
লজ্জায় মাথা নত করে ,
শুধু একটা বিচারের অপেক্ষায়
তার বেয়াল্লিশ বছরের কান্না থামাতে ।
সেই বীরঙ্গনা নারীদেরও
কেউ কেউ আছে এখানে ,
সমাজ তাদের আর মেনে নেয়নি
জীবন দেয়নি তাদের একটা সংসার ।
তারা সবাই তাকিয়ে আছে
তরুণদের চোখে ,
বাঙালি ছাড়া কেউ বুঝবেনা
একটা স্লোগান জীবনের অনেক কথা বলে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।