আমাদের কথা খুঁজে নিন

   

শফিক রেহমান



ভাদ্রের কোনো বিকেল ছিল। সালটা সম্ভবত ১৯৯৯। বেইলি রোডের অফিসে বসে আমরা কজন। স্বদেশ রায়, সজিব ওনাসিস, মাহমুদুজ্জামান ও আমি। হুড়মুড় করে রুমে ঢুকলেন সম্পাদক শফিক রেহমান।

সেদিন তিনি গল্প বলার জন্য উসখুস করছিলেন। তো কথায় কথায় এলো বক্তৃতা দেওয়ার প্রসঙ্গ। আমি বললাম, তথ্য সহকারে ও সঠিকভাবে বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে আমার একটু প্রবলেম আছে। তিনি একটি টিপস দিলেন। আলিম, তুমি মনে করবে, সামনে যারা বসে তোমার কথা শুনছে, এদের সবার কাছে তুমি ১০ হাজার করে টাকা পাবে।

এটা মনে করে ঝাড়া শুরু করবে। দেখবে প্রবলেম, ট্রবলেম কিছু নেই। ব্যাপারটা নিয়ে আমি পরে ভেবেছি। যদিও আমি পুরোপুরি আড়ষ্টতা কাটিয়ে উঠতে পারিনি। সুন্দর বক্তৃতা দেওয়ার জন্য আসলে এ ধরনের কোনো টিপসের প্রয়োজন নেই।

দরকার হলো প্রস্তুতি নেওয়া। যে বিষয়ের ওপরে আপনি বলবেন, সেটার ওপরে পূর্ব ধারণা রাখা। এবং কোনটার পরে কোনটা বলবেন, প্রয়োজনে সেটার কিছু নোট রাখা। দেখবেন, আপনি ভালো বলতে পারছেন। তারপরও শফিক ভাইয়ের টিপসে আমি পরবর্তীতে উপকৃত হয়েছি।

ওনার সঙ্গে অনেক দিন দেখা হয় না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।