ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো
হিলারি ফোন দিয়েছেন শফিক সাহেবকে-
হ্যালো, মিস্টার শফিক। কেমন আছেন?
- জ্বী, ভালো। হাউয়ারিউ ম্যাডাম?
জ্বী ভালো। শুনলাম আপনি নাকি 'হিলারীলিকস' করে পত্রিকায় ছাপছেন। নোবাডি লিক্স মি।
বিল আগে যা করতো সেসবের জন্য সে মাফ চেয়েছে। আপনি এসব আজেবাজে খবর আমার নামে ছাড়বেন না। খবরদার।
- ছিঃ ম্যাডাম ওগুলো কথার কথা। গল্প বানিয়ে লিখেছি।
ওহ। আমি শুনেছি আপনি একসময় অনেক ভাল্গার গল্প লিখতেন।
- এটি পুরোপুরি সত্য না ম্যাডাম। ওসব ভালোবাসার গল্প।
তা এখনও লিখেন নাকি ওসব।
-জ্বী না। তখন প্রেসিডেন্ট এরশাদের সময় ছিল ভালোবাসার সিজন। এখন সিজন লিক্সের।
দেখুন। আমি আপনাকে আবারো হুশিয়ার করছি।
আমাকে নিয়ে আজেবাজে যাখুশি লিখবেন না। আমাদের NSA আপনার ফাইল যেটা দিয়েছে সেখানে আমি মইন মিলার কিছু কথাপোকথনের ট্রান্সক্রিপ্ট পেয়েছি। খুবই ডিসগাস্টিং। শুনে ভালো লাগলো যে আপনি সেসব আর লিখছেন না।
-জ্বী।
তো এখন কি লিখছেন?
- এখন লিখছি আমাদের ফেমাস রাইটার হুমায়ূনের 'তেতুল বনে জোছনা'র অনুকরনে একটি উপন্যাস। আপনাকে ডেডিকেট করবো বইটা। এটার টাইটেল হবে 'তেতুল বনে হাসিনা'।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।