আমাদের কথা খুঁজে নিন

   

প্রসংগ : চট্রগ্রাম দূর্যোগ

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

চট্রগ্রাম দুর্যোগে সামহোয়্যার ইন ব্লগ এর উদ্যোগ সত্যিই প্রসংশাযোগ্য। এরমধ্যেই তারা যথেষ্ট দ্বায়িত্বশীলতার পরিচয় রেখেছে তাদের সাম্প্রতিক দুর্যোগ এলাকা ভ্রমনের মধ্য দিয়ে। আরিল এর আপডেট পোস্ট আসছে ওখানে তাদের কর্মকান্ড ও দূর্যোগপিড়িত মানুষদের অবস্থা নিয়ে। আমার পক্ষে চট্রগ্রাম যেয়ে সশরীরে এরকম উদ্যোগে অংশগ্রহণ সম্বব নয়, এরকম অনেকের পক্ষেই নয়। তাই আমরা সবাই আগ্রহী একটা কমন প্লাটফর্ম সর্ম্পকে জানতে।

এবং অবশ্যই সেটা দ্বয়িত্বশীল হতে হবে যাতে পরে কেউ শুধু শুধু তক-বিতর্ক সৃষ্টি না করে। অনেক ব্লগার ফোন নাম্বার দিচ্ছেন, ইমেইল দিচ্ছেন কিন্তু যেটা দরকার সেটা হল কোন কমিটি গঠিত হয়ে থাকলে তারা কি সংগ্রহ করছে (কাপড়, শুকনা খাবার , অর্থ ), কিভাবে করেছ সেটা জানা । ব্লগ কর্তৃপক্ষ যদি এটার প্লাটফর্ম তৈরী করে দেয় সেটাই সবচেয়ে ভাল। আমি আরিল এর সাথে ফোন এ কথা বলেছি । জানলাম আগামীকাল এরকম তথ্য সম্বলিত পোস্ট আসবে কর্তৃপক্ষ থেকে ।

যদি কাপড় জাতীয় দ্রব্রাদি সংগ্রহের ব্যবস্থা করা হয় তাহলে যেন ঠিকানা জানানো হয়। আর্থিক সাহায্য সংগ্রহ করাটাও প্রয়োজন। একাউন্ট করা সম্ভব না হলে সরাসরি অর্থ সংগহ করা যায় কিনা সেটা দেখা দরকার । স্বচ্ছতা রাখার জন্য কর্তৃপক্ষ রেগুলার আপডেট দিতে থাকবে। আরেকটা ব্যাপার এখন চট্টগ্রাম দূর্যোগের পোস্টগুলোকে ব্লগের প্রথম পেজের শুরুতে রাখা উচিত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।