নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই
কমবেশি সবাই কৌতুক পছন্দ করেন। আমরা এই পোস্টে ছোট ছোট কিছু কৌতুক দেবার চেষ্টা করবো। কারো সংগ্রহে ভাল কিছু থাকলে মন্তব্যে দিতে পারেন (ক্লোজআপহাসি) ।
(আমার কৌতুক বেশির ভাগই দেশীয় সাইট থেকে সংগ্রীহিত)
স্ত্রী : বল তো, "আমি সুন্দরী" এটা কোন কাল?
স্বামী : অতীত কাল!
--------------------------ো-------------------
ছোট বোন : আচ্ছা আপু আমি কি খুব সুন্দরী?
বড় বোন : কেন?
ছোট বোন : সাজলে নাকি আমাকে খুব সুইট লাগে।
বড় বোন : এই মিথ্যা কথা তোকে কে বলেছে?
ছোট বোন : দুলাভাই তো বলল আমি নাকি তার চোখে বিশ্বসুন্দরী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।