আমাদের কথা খুঁজে নিন

   

চলে যাবেন কোথায়?

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

কোথায় যাবেন? ছেড়ে যাবেন এসব নির্বোধ রাজাকার ও মৌলবাদী তোষামোদদের হাতে সবকিছু। না, কখনই না। গতকাল সকালে যখন নোটিশবোর্ডকে জিগ্যেস করেছিলাম, ধর্ম অবমাননার কারণে যদি পোস্ট মোছা যায়, তাহলে দেশদ্রোহী গণঘাতক রাজাকার মৌলবাদীদের মুক্তিযুদ্ধবিরোধী পোস্ট কেন মোছা যাবে না? না, কোন উততর পাইনি। এর দাঁতভাঙ্গা জবাব আমাদেরই দিতে হবে। এটা শূণ্য শ্মশানভূমি হবে আর কিছু শেয়ালেরা হুয়াক্কাহুয়া দিয়ে মৌলবাদীদের চারণভূমি বানাবে, আর কিছু উদ্ধত শকুন মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবচ্ছেদ করবে, এটা ভাবলে বলব দিবাস্বপ্ন দেখছে এসব নির্বোধের দল।

এখানেই থাকব। প্রবলভাবেই থাকব। দরকার হলে একাই থাকব। থাকব যতক্ষণ এই শরীরে রক্তের উষ্ণতা প্রবাহিত হতে থাকে। তাই, চাই যুধিস্থিরদের।

মৌলবাদী দেশদ্রোহী গণঘাতক রাজাকার জামাত-শিবির ও তাদের সহানুভূতিশীলদের বিরুদ্ধে আমার আর আমাদের সংগ্রাম চলবে এই হৃদপিন্ডের স্পন্দন যতক্ষন থাকে। "...এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসসতূপ-পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপনে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি্ত নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হবো ইতিহাস"। ছাড়পএ, সুকান্ত ভট্রাচার্য



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।