আমাদের কথা খুঁজে নিন

   

ধন্যবাদ, আরো নাম চাই!

http://www.myspace.com/423882880/music/songs/31785002

স্কুল জীবনে- টিফিন আওয়ারে, বা ফেরিওয়ালার কাছ থেকে মজার অনেক জিনিস কিনে খেতাম, যা এখন দুঃস্প্রাপ‌্য বা যা এখনো প্রচন্ড মিস করি। অনেক ব্লগার বন্ধুরাই তাদের শৈশবের ঐ জিনিস গুলো শেয়ার করেছেন। ধন্যবাদ তারেক রহিম, যীশু, মেসবাহ য়াযাদ, বকলম, নাজমুল আলবাব, প্রচেত্য, কৌশিক ভাই, টটিন, সুমি, আন্ধার রাত, মাসুম পারভেজ। আর ধুসর ছায়াকে অনেক ধন্যবাদ যিনি পরে " শৈশবে বোকা আমি" শীর্ষক একটি লেখা আমাকে উৎসর্গ করে লিখেছেন। পোস্টটি মজার ছিলো।

আমার স্কুল জীবনে মিস করা মজার খাবার আইটেম গুলো ছিলো- ১/ তিন রঙ্গা সন্দেশ! (সবুজ+লাল+সাদা) ২/ ক্রিম রোল ৩/ বাটার বন ৪/ বরফের মালাই ৫/ জলপাইয়ের আচার ( ২টাকাতে অনেকগুলো দিতো) ৬/ এক ধরনের ক্রিম, যেটা দিয়ে পরনের আংটি, ঘড়ি ইত্যাদি বানানো যেত। কাধেঁ বাশ নিয়ে এক লোক ঘুরে ঘুরে সেটা বিক্রি করতো। ৭/ বাবুল বিস্কুট! ৮/ বাবল গাম। ( চারটা গোল গোল গাম) আর মজার খাবার দাবারের যেসব জিনিস আমার ব্লগার বন্ধুরা আরো শেয়ার করেছেন- ৯/ হজমি ( আন্ধার রাত) ১০/ পেয়ারা ( মাসুম পারভেজ) ১১/ বেতফল ১২/ লেবুকা লেবুর শরবত ১৩/ ঝালমুড়ি ( সুমি) ১৪/ ঘুমনি ১৫/ চটপটি ১৬/ কুলফি ১৭/ কাঠগোল্লা ( টটিন) ১৮/ চালতার আচার ১৯/ এক ধরনের শক্ত শক্ত চকলেট, ১টাকায়-৪টা ( কৌশিক) ২০/ নাড়ু, ২৫ পয়সা ( কৌশিক) ২১/ মোরগফুল, চিনির সাজ, হাওয়াই মিঠাই (টটিন) ২২/ জলপাই আচার, আমলকি, কোকের বোতলে লেবুর শরবত, সমুচা- সিঙ্গাড়া, বস্তা আইসক্রিম-লেমন/অরেঞ্জ (তারেক রহিম) ২৩/ আইসক্রিম-উপরে নারিকেল দেওয়া, কুলফি মালাই, বুনবুনি- (যীশু) ২৪/ চনামনার ঠ্যাং, নিমক সুলেমানি-লবনাক্ত+টক, নারিকেল ভাঁজা, কাঠি দিয়ে মসলা ঢুকিয়ে কথবেল, কাশ্মীরী আমের আঁচার, মি-দানা/ বুন্দিয়ার মতো কিন্তু দানাগুলো জমাট বাধানো নয়। ( বকলম) ২৫/ বার্গার- একটা দশজনে মিলে! (প্রচেত্য) মজার একটা খাবারের কথা লিখেছেন মেসবাহ য়াযাদ।

শৈশবে তার স্মৃতিতে যে খাবারটি বেশি নাড়া দেয়, সেটি হলো- স্কুলের গফুর স্যারের ও আরবী হুজুর স্যারের মার!! এরকম আরো অনেক মজার মিসিং আইটেম, যার সাথে স্কুলের বা শৈশবের স্মৃতি জড়িত, এখানে শেয়ার করতে পারেন। ক্ষণিকের জন্য একটু শৈশব মুখী হওয়া আর কি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.