http://www.myspace.com/423882880/music/songs/31785002
স্কুল জীবনে- টিফিন আওয়ারে, বা ফেরিওয়ালার কাছ থেকে মজার অনেক জিনিস কিনে খেতাম, যা এখন দুঃস্প্রাপ্য বা যা এখনো প্রচন্ড মিস করি।
অনেক ব্লগার বন্ধুরাই তাদের শৈশবের ঐ জিনিস গুলো শেয়ার করেছেন।
ধন্যবাদ তারেক রহিম, যীশু, মেসবাহ য়াযাদ, বকলম, নাজমুল আলবাব, প্রচেত্য, কৌশিক ভাই, টটিন, সুমি, আন্ধার রাত, মাসুম পারভেজ। আর ধুসর ছায়াকে অনেক ধন্যবাদ যিনি পরে " শৈশবে বোকা আমি" শীর্ষক একটি লেখা আমাকে উৎসর্গ করে লিখেছেন। পোস্টটি মজার ছিলো।
আমার স্কুল জীবনে মিস করা মজার খাবার আইটেম গুলো ছিলো-
১/ তিন রঙ্গা সন্দেশ! (সবুজ+লাল+সাদা)
২/ ক্রিম রোল
৩/ বাটার বন
৪/ বরফের মালাই
৫/ জলপাইয়ের আচার ( ২টাকাতে অনেকগুলো দিতো)
৬/ এক ধরনের ক্রিম, যেটা দিয়ে পরনের আংটি, ঘড়ি ইত্যাদি বানানো যেত। কাধেঁ বাশ নিয়ে এক লোক ঘুরে ঘুরে সেটা বিক্রি করতো।
৭/ বাবুল বিস্কুট!
৮/ বাবল গাম। ( চারটা গোল গোল গাম)
আর মজার খাবার দাবারের যেসব জিনিস আমার ব্লগার বন্ধুরা আরো শেয়ার করেছেন-
৯/ হজমি ( আন্ধার রাত)
১০/ পেয়ারা ( মাসুম পারভেজ)
১১/ বেতফল
১২/ লেবুকা লেবুর শরবত
১৩/ ঝালমুড়ি ( সুমি)
১৪/ ঘুমনি
১৫/ চটপটি
১৬/ কুলফি
১৭/ কাঠগোল্লা ( টটিন)
১৮/ চালতার আচার
১৯/ এক ধরনের শক্ত শক্ত চকলেট, ১টাকায়-৪টা ( কৌশিক)
২০/ নাড়ু, ২৫ পয়সা ( কৌশিক)
২১/ মোরগফুল, চিনির সাজ, হাওয়াই মিঠাই (টটিন)
২২/ জলপাই আচার, আমলকি, কোকের বোতলে লেবুর শরবত, সমুচা- সিঙ্গাড়া, বস্তা আইসক্রিম-লেমন/অরেঞ্জ (তারেক রহিম)
২৩/ আইসক্রিম-উপরে নারিকেল দেওয়া, কুলফি মালাই, বুনবুনি- (যীশু)
২৪/ চনামনার ঠ্যাং, নিমক সুলেমানি-লবনাক্ত+টক, নারিকেল ভাঁজা, কাঠি দিয়ে মসলা ঢুকিয়ে কথবেল, কাশ্মীরী আমের আঁচার, মি-দানা/ বুন্দিয়ার মতো কিন্তু দানাগুলো জমাট বাধানো নয়। ( বকলম)
২৫/ বার্গার- একটা দশজনে মিলে! (প্রচেত্য)
মজার একটা খাবারের কথা লিখেছেন মেসবাহ য়াযাদ।
শৈশবে তার স্মৃতিতে যে খাবারটি বেশি নাড়া দেয়, সেটি হলো- স্কুলের গফুর স্যারের ও আরবী হুজুর স্যারের মার!!
এরকম আরো অনেক মজার মিসিং আইটেম, যার সাথে স্কুলের বা শৈশবের স্মৃতি জড়িত, এখানে শেয়ার করতে পারেন। ক্ষণিকের জন্য একটু শৈশব মুখী হওয়া আর কি!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।