হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
খুব ছোটবেলায় একবার কার সাথে যেন কবরস্থানে গিয়েছিলাম নানা’র কবর জিয়ারত করতে।
”ঐ যে লাল কবর গুলো দেখছো, ওগুলো শহীদদের কবর। ২১শে ফেব্র“য়ারীতে যারা গুলি খেয়ে মারা গিয়েছিল তাদের কবর”।
তখন থেকেই আমার মনে গেঁথে গিয়েছিল যে, সিমেন্টের পাকা লাল কবর মানেই শহীদদের কবর। পরবর্তীতে অবশ্য এই ভুল ভেঙ্গে গেছে।
এখনো আজিমপুর কবরস্থানে গেলে মনের অজান্তেই ’লাল কবর’ গুলো খুজি। বছর খানেক আগেও দেখেছি ফেব্র“য়ারী আসলেই শহীদদের কবরগুলোতে লাল রং লাগানো হতো। তখন মাসখানেক দুর থেকেই বুঝা যেত যে ঐ কবর গুলো শহীদদের কবর।
সময়ের সাথে সাথে সেই লাল রং মলিন হয়ে। হারানো উজ্জলতা ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতো ফেব্র“য়ারী পর্যন্ত !!
এখন অবশ্য ভাষা শহীদদের কবরগুলোতে লাল সিমেন্টের বদলে মেরুন লাইলস বসানো হয়েছে।
শ্রোদ্ধা নিবেদন করছি ভাষা শহীদদের উপর।
ছবি তোলা হয়েছে ঃ ২০ এপ্রিল ২০০৭ইং, শুক্রবার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।