সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...
প্রচন্ড তাপদাহে ভালো নেই চিড়িয়াখানার প্রাণীকূল । বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে একমাত্র চিড়িয়াখানা রয়েছে শ্রীমঙ্গলে । বন্যপ্রাণী ও পরিবেশবিদ সিতেশ দেবের এই মিনি চিড়িয়াখানায় বিরল প্রজাতির বহু পশু পাখি রয়েছে। গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে এ চিড়িয়াখানায় প্রাণীরা কাহিল হয়ে পড়েছে। তাদের জন্য কিছক্ষন পর পর পানি পরিবর্তন করেও কোন ফল হচ্ছেনা।
বিশেষ করে লজ্জাবতি বানর , ধনেশ পাখি, হিমালয়ান পাম্প (সিভিট), গন্ধগোকোল, ভাল্লুক, হনুমান, হরিনসহ বিরল প্রজাতির প্রানীরা গরমে খুব বেশী কাতরাচ্ছে। সুর্যের তাপ বাড়ার সাথে সাথে তারা ঝিমিয়ে পড়ে। এমনকি গরমে অসহ্য হয়ে তারা স্বাভাবিক খাবার খেতে পর্যন্ত ভুলে গেছে। এখানকার গরমে শুধু পরিবেশবিদ সিতেশ দেবের চিড়িয়াখানাই আচঁ লাগেনি। এর আগে প্রচন্ড রোদে চা গাছ পর্যন্ত পুড়ে গেছে।
শ্রীমঙ্গলে যেমন ঠান্ডা বেশী তেমনই গরম ও বৃষ্টিও বেশী হয়। পরিবেশ ও প্রাণী সংরক্ষনবিদ সিতেশ রঞ্জন দেব বলেছেন, প্রচন্ড গরম চিড়িয়াখানায় প্রাণীদের মারাত্বক ক্ষতিকর । তিনি বলেন, মায়া হরিন কিছু খেলেও এখন স্বাভাবিক খাবার নিচ্ছেনা। এমনকি রেফ্রিজারেটর থেকে ঠান্ডা পানি দেয়া হলেও তা পান করছে না। এদিকে সিতেশ দেবের মিনি চিড়িয়াখানায় সরজমিনে গিয়ে দেখা গেছে আগের মত প্রানীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য নেই।
কেমন যেন মন মরা হয়ে রয়েছে। তাদের দু’চোখ যেন কি খুঁজছিল। আর এ অবস্থা চিড়িয়াখানার প্রায় দেড়শ প্রাণীর মধ্যেই বিরাজমান ছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।