আমাদের কথা খুঁজে নিন

   

হাফশার্ট ও হাফপেন্ট পরে কীটনাশক ব্যবহার! অসতর্কতাই ওদের মারাত্তক রোগের কারণ!(চা শিল্পাঞ্ঝল-৪)

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

চা বাগানের পোকা মাকড় দমনে কীটনাশক ছিটাতে গিয়ে প্রতিনিয়ত বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছে শ্রমিকরা। কীটনাশক ব্যবহারের সময় চা শ্রমিকদের প্রতিরোধমূলক ব্যাবস্থা নেওয়ার নিয়ম থাকলেও সেটা মানা হচ্ছে না। ফলে কীটনাশক ছিটানোর কাজে নিয়োজিত চা শ্রমিক ও পরিবেশের তি হচ্ছে। কীটনাশক স্প্রে মেশিন দ্বারা ছিটানোর সময় নাক-মুখ ও হাত আবরণে ডেকে নেওয়ার নিয়ম থাকলেও এসব কোন উপকরণই সরবারহ করেনা বাগান কতৃপক্ষ। এমন অভিযোগ করেছেন কয়েকটি বাগানের কীটনাশক ব্যবহার কাজে নিয়োজিত চা শ্রমিকরা।

ফলে এসব কীটনাশকের বিষক্রিয়ায় প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে চা শ্রমিকরা। জানা গেছে, চা গাছে আক্রমণকারী পোকা মাকড় ও চা বাগানে গজানো আগাছা দমনের জন্য বিভিন্ন ধরনের কীটনাশ স্প্রে করতে হয়। পোকা মাকড় দমনে পারফেকথিওন, হেস্টাকোর, ভাইমেক্রম ভায়েনডৃন, কুপ্রভিট অক্সাইড জাতীয় কীটনাশক এবং আগাছা নাশক হিসাবে গ্রামাইকোন, ইউ-৪৬, বক্সাইন ২-৪ ডিএমাইল, ২-৪ ডিগুড়া কারমেক্স, কারানাকোন নামক কীটনাশক ব্যবহার করা হয়। কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বরে জানা যায়, এসব কীটনাশক ও আগাছা নাশক ঔষুধ ব্যবহারে ব্যবহারকারীদের সতর্ক থাকতে হয় তা না হলে ব্যবহারকারীরা মারাত্নক স্বাস্থহানির আশঙ্কা থাকে। তবে পোকা মাকড় নিধনকারী কীটনাশকের চেয়ে আগাছা নাশক কীটনাশক বেশি তিকর।

এসব বিষাক্ত ওষুধ বাতাসের সঙ্গে মিশে মানব দেহসহ আশপাশের পরিবেশেরও তি হয়। এসব দিক বিবেচনা নিয়ে ১৯৮৬ সালের আগস্ট মাসে বাংলাদেশ চা সংসদ ও চা শ্রমিক ইউনিয়নের মধ্যে যে চুক্তি স্বারিত হয়েছিল তাতে উল্লেখ আছে, যেসব শ্রমিক বাগানে কীটনাশক, আগাছা নাশক ও অন্যান্য রাসায়নিক দ্রব্য ছিটানোর কাজ করবে তাদের রার জন্য কতৃêপ দস্তানা, মাখাবরণ ও শরীর আচ্ছাদন দেবেন। এ চুক্তির মেয়াদ শেষে ১৯৮৯ সালে দুই পরে মধ্যে আরেকটি চুক্তি স্বারিত হয়। তাতে আগের বিধানটি রাখা হয়। কিন্তু অধিকাংশ বাগানের কতৃêপ বিষয়টি মানছেন না।

পাÞপ্ত তথ্য মতে বিদেশী মালিকানাধীন ফিনলে, ডানকান কোম্পানীর মত বড় প্রতিষ্ঠানের বাগানগুলোতে কখনো কখনো শ্রমিকদের মুখে ঢাকনা ও শরীর আচ্ছাদন হিসেবে পলিথিন সরবরাহ করা হলেও অধিকাংশ বাগানই দেশীয় মালিকানার কোনো বাগানই সে নিয়ম কখনো চালু করা হয়নি। সরজমিনে বিভিন্ন বাগানে গিয়ে দেখা গেছে, চা শ্রমিকরা রাবারের জুতা পরে হাফ শার্ট, হাফ পেন্ট পরে হাত মুখ শরীর উন্মুক্ত রেখে চা বাগানে কীটনাশক ব্যবহার করছে। চলবে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।