চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই ! মন্ত্রীদের সুট-টাইয়ের পরিবর্তে হাফশার্ট পরতে এবং মন্ত্রী ও দলীয় এমপিদের সংসদ কার্যক্রমে নিয়মিত অংশ নিতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শেখ হাসিনা এ পরামর্শ দেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, বৈঠকের শেষে অনানুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশে বলেন, 'এখন গরমকাল, আপনারা সুট-টাইয়ের পরিবর্তে হাফশার্ট বা টি-শার্ট পরতে পারেন।' বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়ে তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন, 'গরম কাপড় পরলে এয়ারকন্ডিশন বেশি ব্যবহার করতে হয়। ফলে অতিরিক্ত বিদ্যুৎ অপচয় হয়। তাই বিদ্যুতের অপচয় না করে আপনারা গরমে হাফশার্ট ব্যবহার করুন।' পাশাপাশি শেখ হাসিনা এয়ারকন্ডিশন মেশিন ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ব্যবহার না করার নির্দেশনাও দেন মন্ত্রীদের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।