নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
আজ সকালে হন্তদন্ত হয়ে অফিসে এসেই বসে পানি চাইল
-কি এরকম লাগছে কেন ? কোন সমস্যা?
আর বলিসনা আজ সকালে বাসার মুরুব্বী এসে অনেক জ্ঞান দিয়ে গেল
-তোকে আবার কি জ্ঞান দিবে, তুই তো জ্ঞানীর এক ডিগ্রী উপরে
আরে না, সকালে মুরুব্বী বাড়ীওয়ালা এসে কথা বলতে বলতেই বানী দেয়া শুরু হল
-তো কি বানী ?
এই তোর, মুরুব্বীদের সম্মান করা, নিজের আসন ছেড়ে দিয়ে মুরুব্বীকে বসতে দেয়া, অর্থাৎ বয়সে বড় যে কাউকে শ্রদ্ধ করা, গায়ে পা লাগলে তাকে ছুয়ে ছালাম করা ইত্যাদি ইত্যাদি
-তো মুরুব্বী তো ভালই বলেছে, তোর সমস্যা কোথায়
সমস্যা তো একটা হয়েছেই, মুরুব্বীর আদেশ মানতে গিয়েই আমার বারোটা বেজেঝে
আজ সকালে বাসে উঠতে গিয়ে একটি মেয়ের সাথে প্রথমে ধাক্কা লাগল, পরে শরীরে পা লাগতোই মুরুব্বীর উপদেশ মতন তাকে ছুয়ে সালাম করতেই, যা হবার তা তো বুঝতেই পারছিস
-তারপর কি হল
আর বলিস না, সে কথা তোকে বলতে পারবনা।
তার কথা হল কেন তাকে ছুয়েছিলাম, আমি কিছুতেই তাকে বোঝাতে পারলামনা তাকে সম্মান দেখানোর জন্যই তাকে ছুয়ে সালাম করা
-সরি বলেছিলি
আরে আগে পরে মিলিয়ে সরি বলতে বলতে তো মুখে ফেনা তুলেছি, কোন কাজ হয়নি
বুঝলি ! মুরুব্বীর আদেশ মানাও বিপদজনক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।