এক দেশে এক মুচি ছিলো-গোপাল নাম,বেজায় অভাবি,নুন আনতে পান্তা ফুরায় এই অবস্হা। একদিন নগরীর ব্যস্ত রাস্তার এক কোণে ,মুচি আনমনে জুতো শেলাই করছিলো,আর ভাবছিলো এ অনটনের সংসারের কথা।রাস্তার বেশ খানিক দুরে নগরীর প্রধান কাজী গাধার পিঠে নগর প্রদক্ষিণে বের হয়েছেন,এ দেখে মুচির মনে দীর্ঘশ্বাস বের হয়ে এলো।উপরের দিকে তাকিয়ে অভিযোগের ভংগি তে বল্লো,"হে রাম!আমার যদি কাজি সাহেবের মতো একটা গাধা থাকতো!গাধার পিঠে সাওয়ার হয়ে আরামসে ঘুরে ঘুরে ছেঁড়া জুতো সংগ্রহ করে শেলাতাম,আয় রোজগার ভালোই হতো,এ জীবন আর কতদিন!" যেইনা বলা শেষ অমনি সামনে দেখলো প্রথমে কাজি সাহেবের জুতো, পা ,এর পর পুরা অবয়ব। "পেন্নাম হই" বলে সন্ত্রস্ত ভংগি তে উঠে দাঁড়লো। কাজির মুখে রাজ্যের বিরক্তি বল্লো,"এই ব্যাটা মুচি,কাজ ফেলে অন্য দিকে তাকিয়ে সময় নষ্ট করছিস,হাতে তোর তো কাজ নেই।গাধার পিঠে শ হ র ঘুরতে বেরিয়েছি,গাধার বাচ্চাটার কারনে গাঁধা টা এগুতেই চায়না!তুই এক কাজ কর,কাজ তো করছিস না! তুই গাঁধার বাচ্চা টাকে ঘাড়ে নে আর আমার সাথে সাথে ঘুর" মুচি ভাবছিলো গাঁধার পিঠে ঘুরবে,তা না ,এখন নিজের ই গাঁধা কাঁধে নিয়ে ঘুরতে হচ্ছে। মুচি কোন প্রতিবাদ না করে গাঁধার বচ্চা কাঁধে নিয়ে বির বির করে বল্লো, "উল্টা বুঝ লো রে রাম!"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।