আমাদের কথা খুঁজে নিন

   

বিলিং সলিউসন ফর ভি ও আই পি

Hello All You Know Love Is Best Realize In the World. See Me I Love My Bangladesh, It Makes Me Patriot-Loyalist, I Believe In Islam Its Make Me Honest Muslim. I Love My Family Its Make Me Responsible.

ভি ও আই পি কে কেন্দ্র করে অনেক ভিওআইপি বিলিং সফটওয়ার মার্কেটে আছে। এর মধ্য থেকে আপনাকে কম মূল্যে ভাল মানের সলিউসন খুজে বের করতে হবে। শুধু মাত্র কম মূল্যের সফটওয়ার খুজলেই হবে না। আপনি হয়ত একটি সফটওয়ার কিনে কাজ শুরু করে দিলেন, কিছুদিন পর বুঝতে পারলেন আপনার সফটওয়ারের পাফরমেন্স ভাল না বা আপনি যে সব ফিচার চাচ্ছেন তার সবগুলো নেই তখন আপনি চাইলেও হুটকরে পরিবর্তন করেফেলতে পারবেন না। তাই কেনার আগে আপনাকে বুঝতে হবে আপনি কি কি সুবিধা ঔ সফটওয়ার থেকে আশা করতেছেন এবং ভবিষ্যতে আপনার আরও কি কি সুবিধা দরকার হতে পারে।

আপনার অভিঞ্জতা থাকলে ভাল, অন্যথায় সফটওয়ার কেনার পূর্বে কোন অভিঞ্জ লোকের পরামর্শ নিয়ে কিনুন। কিছু ভেন্ডররের নাম ও তাদের ওয়েব এড্রেস........ আইটেল বিলং - এটি একটি বাংলাদেশী প্রতাষ্ঠান। অরজিনেশন এবং টারমিনেশনের জন্য আলাদা আলাদা লাইসেন্স নিতে হয়। আইটেল বিলিং দিয়ে আইপি ফোন ও ব্যবহার করতে পারেন। আইটেল বিলিং এর আর একটি বিশেষ সুবিধা হচ্ছে এইস এস ট্রিলিয়ন আইপি ফোনে ব্যালেন্স দেখা যায়।

তবে বেশ কিছু সুবিধা নাই যেগুলো উন্নত বিশ্বে দরকার হয় যেমন Predefined ANI based different destination Rate, Auto ANI registration, Map a Dialed Number to a IP Phone, Recharge a PIN/Account by Credit Card etc । আমদের মত দেশের জন্য যথেষ্ঠ। আমাদের দেশে যা যা দরকার হয় তার সবই এর মধ্যে আছে। মূল্য ওয়েবে দওয়া আছে। ওয়েব........... http://www.itelbilling.com ডেমো নেই........ EYEBILL - আই বিল একটি কমপ্লিট বিলিং সলিউসন তবে Predefined ANI based different destination Rate সুবিধা নাই।

দাম অনেক বেশি ১০০০০-২৫০০০ ডলার। আই বিল কুইন্টাম সার্টিফায়েড। ওয়েব............ http://www.eyebill.com/ ডেমো আছে তবে পাবলিক ফোরামে প্রকাশ নিষেধ....Restricted by NDA(Non-Disclosure Agreement) ARADIAL - এরা ডায়াল ও মোটামুটি ভাল মানের বিলিং সলিউসন তবে এর দামও অনেক বেশি। বিস্তারিত জানতে ব্রাউজ করতে পারেন........ http://www.aradial.com রেডিয়াস ডেমো দেখার জন্য যেতে পারেন...... http://209.222.54.250:8020/Admin User name: admin Password: password বিলিং ডেমো দেখার জন্য........... Click This Link User name: admin Password: password CARDSAVER- Parwan Electronics Corporation এর বিলিং সলিউশন হচ্ছে কার্ডসেভার এটিও মুটামুটি ভাল মানের বিলিং সলিউশন এবং এর ডাটাবেজও খুব শক্তিশালি। বিস্তারিত জানতে........... http://www.pecbilling.com/ ডেমো দেখতে....... http://cardsaver.voicesaver.com/ User Name: demo Password: demo >> সফটসুইস চলবে..........


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।