ক্ষুধার্ত কোডারের প্যাঁচাল
দীর্ঘ সাতদিন টানা কাজ করে অবশেষে চালু করলাম বাংলা ফোরাম তৈরির সেবাটি। এর মাধ্যমে যে কেউ সম্পর্ণ নিজের বাংলা ফোরাম তৈরি করতে পারবেন।
ফোরামে এখানকার মতই বিজয় ও ফোনেটিক ব্যবহার করেই বাংলা লেখার পদ্ধতি রয়েছে।
লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে। একটু কষ্ট করে বিস্তারিত পড়ে নিন নিচের ঠিকানা থেকে:
[wjsK=http://www.bd-host.com/content/view/41/1/]
http://www.bd-host.com/content/view/41/1/
সফটওয়্যার ছাড়া বাংলা লেখার এই স্ক্রিপ্ট দুটোই হাসিন ভাই তৈরি করেছেন যার প্রথম স্বার্থক ব্যবহার করেছিলাম প্রজন্ম ফোরামে (http://forum.projanmo.com)। তারপর হাসিন ভাইও সামহয়্যারইন এ তা যুক্ত করেন। এখন এই স্ক্রিপ্ট এর ব্যবহার আরও বাড়বে বলেই মনে করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।