আমার ব্যক্তিগত ব্লগ
মালয়েশিয়া গরমের দেশ, এখানে শীতকাল নেই। তাই গরম জামার বালাই ও নেই। এমনই ধারনা ছিল আমার।
কুয়ালামপুর থেকে বাসে লংকাউই দ্বীপের কাছে যাব। ২ দিনের মতোন কাপড় গুছিয়ে নিলাম।
বলা বাহুল্য, সবই গরমের দিনে পরার কাপড়।
বাসের সিট খুবই আরাম দায়ক, শুধু পিছনে গেলানো যায় তা না, পা লম্বা করে দেয়ার জন্য সিটের সাথে এক্সট্রা অংশ আছে। একরকম লম্বা হয়ে শুয়ে পড়লাম। এসি চলছে; আহা, কি আরাম। একটু পরেই বুঝলাম, আরামটা বেশি হয়ে যাচ্ছে।
এসির ঠান্ডা এতো বেশি যে ১৫ মিনিটেই জমে গেলাম। কি করি? "জানতে চাই" অবস্থা বুঝে ওর একটা টি শার্ট দিল। ঐটাই চাদরের মতোন জরিয়ে অপেক্ষা করতে লাগলাম কখন এই যাত্রা শেষ হবে। গোপাল ভার বাস ড্রাইভার কে বলল এসি কমাতে। ড্রাইভার জানালো, এটা অটোমেটিক, কমানো যাবে না।
আমি বাসের অন্য যাত্রিদের লক্ষ্য করলাম। ওরা দেখি সব গরম কাপড়, কম্বল নিয়ে ঘুমাচ্ছে। ওরা তো আগে থেকেই জানে। সাড়া রাত গেল এইভাবে। বাস যখন জেটিতে পৌছল, ভাবলাম দু:খের দিন, না না রাত শেষ হলো।
নাহ, তখনও আরেকটু বাকি ছিল। ফেরিতে উঠলাম। সুন্দর বসার সিট ভিতরে, বসলাম। হায় এ কোথায় আসলাম। এটাতে কি পেংগুইন বহন করা হয়? বাসের দ্বীগুন ঠান্ডা।
কয়েক ঘন্টা কেমন কাটলো আমিই জানি। মেজাজ গরম করে দ্বীপে নামলাম। এই দ্বীপ জাদু জানে, ৫ মিনিটের মধ্যে আমার মন ভাল করে দিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।