। । । ক্লান্তি আমায় ক্ষমা করো । ।
।
বিকেল থেকে মেজাজ খিটমিটে হয়ে আছে। অহনা-চৈতি-শীলা সবাই গেছে সুমাইয়ার কাজিনের গায়ে হলুদে। বেলাও যাওয়ার কথা ছিল। সকালে হঠাৎ নানু অসুস্থ হয়ে গেল, যাওয়া হলো না।
আম্মু যেতে দিলো না।
একটু আগে অহনা এসএমএস করেছে - 'তোকে খুব মিস করছি, খুব মজা হচ্ছে, শীলা অলরেডি ফলেন উইথ অ্যা সাদা বিড়াল, রাতে ফোনে ডিটেইল বলবো'।
শীলার প্রেমে পড়ার অভ্যাস খুব বেশী। মুহুর্তে মুহুর্তে প্রেমে পড়ে যায়। একবার বেইলী রোডে পাশের রিক্সার ছেলেকে দশ-বিশ সেকেন্ড দেখেই প্রেমে পড়ে গেলো, পরের কয়েকদিন কেটেছে ঐ ছেলের মোহে।
এই প্রেম-পড়ুনী বান্ধবী শীলাকে নিয়ে অনেক মজার মজার গল্প চালু আছে।
জিটিভিতে 'কসম সে' সিরিয়াল চলছে। বেলার দেখতে ইচ্ছে করে না। ভাবে - কিছুক্ষণ অনলাইনে থাকা যায়। চৈতিরা কেউ নেই, তাই কনফারেন্স হবে না।
এ সময় অস্ট্রেলিয়ায় রাত হয়ে গেছে, অথৈকে পাওয়ার চান্সও নেই। তবুও ইয়াহু ম্যাসেঞ্জার খুলে, ডিং ডিং শব্দ করে অফলাইন ম্যাসেজ ভেসে উঠে - "হাই, হাউ আর ইউ?"
সরণের ম্যাসেজ।
সরণের কথা বেলা ভুলেই গিয়েছিল।
সে-ই যে একদিন কথা হলো, টুকটাক। টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন আর বেলা বিস্কুট নিয়ে কী কী বললো, বেলার ঠিক মনে পড়ছে না।
বেলা চ্যাট হিস্ট্রি জমিয়ে রাখে না, সমস্যা যেটা হয় - অপরিচিত কারো সাথে কী কথা হলো ওটা মনে থাকে না।
তবুও বেলা রিপ্লাই করে - "আয়্যাম ফাইন, ইউ?"
একটু পর পপ আপ বক্স ভেসে ইঠে আবার -
সরণ: কেমন আছেন?
বেলা: হাই সরণ, আমি ভালো, আপনি?
সরণ: সো সো
বেলা: আমি এক্ষুণি আসলাম, আপনিও এইমাত্র লগ ইন করলেন?
সরণ: না আমি নিজেকে ইনভিজিবল করে রেখেছিলাম।
বেলা: কেন?
সরণ: গুগলে সার্চ করছি, খানিকটা বিজি
বেলা: ওকে, তাহলে পরে কথা হবে
সরণ: নো প্রব, এখন বলুন। ডাউনলোড হচ্ছে।
বেলা: কী ডাউনলোড করছেন?
সরণ: একটা কেইস অ্যানালাইসিসে কিছু ডাটা দরকার ছিল
বেলা: আপনি পড়ালেখা করেন?
সরণ: হুম
বেলা: কিসে?
সরণ: চ্যাটের জন্য ওটা জানা খুব দরকার?
বেলা: না দরকার না।
ওকে বলেন কোথায় পড়েন?
সরণ: ভার্সিটিতে
বেলা: নাম?
সরণ: চ্যাট করার জন্য ভার্সিটির নাম জানতে হবে?
বেলা: ওপস! নো হার্ড ফিলিং
সরণ: :-), আপনিও নিশ্চয় পড়ালেখা করেন?
বেলা: চ্যাটের জন্য ওটা জানা খুব দরকার?
সরণ: আমার কথা আমাকেই ফেরত দিলেন?
বেলা: হি হি হি:। রাইট, আমিও স্টুডেন্ট, কোনো একটা ভার্সিটিতে ;-)
সরণ: এখন কী করছেন? কার কার সাথে চ্যাট করছেন?
বেলা: শুধু আপনার সাথে, আমার ফ্রেন্ডরা আজ নেটে নেই।
সরণ: আমি চ্যাটে তেমন আসি না
বেলা: আচ্ছা
।
।
।
।
।
সরণ: ডিং ডিং, বা-জ!
বেলা: হ্যালো।
সরণ: বিজি?
বেলা: না তেমন না, বলেন।
সরণ: গান শুনেন?
বেলা: শুনি
সরণ: কার গান?
বেলা: সব গান?
সরণ: 'সময় যেন কাটে না' শুনেছেন?
বেলা: একটেলের অ্যাড না?
সরণ: ওটা সামিনা চৌধুরীর গান, ওয়েট - লিংক দিচ্ছি।
বেলা: থ্যাংকস
সরণ: শুনে জানাবেন, কেমন লাগলো।
বেলা: শিওর!
সরণ: ডাউনলোড শেষ, লগ আউট হতে হবে, পরে কথা বলবো
বেলা: ওকে টেক কেয়ার।
সরণ: সেইম টু ইউ!
(চলবে - - -)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।