কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...
সাদিকের সাথে একদিন হালকা তর্ক হইতেছিলো...তার বক্তব্য ছিলো দেশে শিক্ষিত প্রশাসক দরকার, আর আমি তারে বলতে চাইছিলাম, প্রশাসক ভালো হওনের ক্ষেত্রে সকল সময় শিক্ষিত প্রশাসক নেসেসারি না। মূলতঃ ইনুস সাবের রাজনীতিতে আসা না আসা নিয়া বিতন্ডাটার শুরু...
এর আগেও আমি ইনুস সাবের বিবিধ কর্মকান্ড নিয়া বিরোধ কইরা ব্লগে পোস্ট লিখছি...তার নোবেল প্রাইজ, তার রাজনীতি আসনের ঘোষণাপত্র ইত্যাকার বিষয়ে অনেক খোঁচা দিছি তারে। কিন্তু তার রাজনীতি করনের অধিকার আছে...তারো সাধ আছে ক্ষমতায় আহরনের এই সত্য নিয়াও আমি লিখছিলাম...কিন্তু একটা জিনিষ আমি সবসময়, সবলেখায় কইছি, যেইটা অনেকের কাছেই হয়তো বিরক্তিকরও ঠেকছে, সেইটা হইলো ইনুস সাবের ইপর নির্ভরতায় আমি বিশ্বাসী না। তিনি আসছেন ইমাম মাহদী হইয়া, যিনি দাজ্জালের হাত থেইকা আমাগো বাঁচাইবেন...এইরম আমি কষ্মিণকালেও ভাবি নাই।
ইনুস সাবের যা যা সুখকর, আর যা যা অপরাধ সব নিয়াই আমাগো জাতি উদ্বেলিত হইছিলো।
আর এই উদ্বেলিত হওনের বিপরীতেই আমি লেখছিলাম। ইনুস সাহেব কিম্বা তার মতোন আর যারা যারা আছেন তারা আমাগো ত্রাতা হইতে পারেন না। তিনি রাজনীতি করলেই কি আর না করলেই কি আমাগো নিয়তি পাল্টাইবো না, যতোদিন না আমরা বর্তমান ধারার রাষ্ট্রনীতি না পাল্টামু। আমি আজকে সকালে খবরের কাগজ পড়নের টাইমে একটু ধাক্কা খাইলাম। আমি কি তাইলে ভুল ভাবছিলাম! ইনুস সাব কি তাইলে নিজের ভুল বুঝতে পারলেন! উনার কি বোধোদয় হইলো!?
আরে না! পুরা খবর পড়নের পর আমি রীতিমতো উল্লসিত! উনি নাকি কোন সঙ্গী পান নাই বিধায় রাজনৈতিক দল গঠন করতে পারতেছেন না! উনার সঙ্গীরা তারমানে গাছে তুইলা দিয়া মইটা কাড়তে পারছেন! কিন্তু সেই রিয়েলাইজেশন এতোদিন পর!? আমি একটু বিভ্রান্ত হই ইনুস সাবের এই কুম্ভকর্ণটাইপ আচরণে।
উনি বলছেন অবশ্য দিনের পর দিন চেষ্টা কইরাও কাউরে সাথে আনতে পারেন নাই তিনি। কিন্তু ক্যান তারা আসেন নাই? ইনুসের সাথে আইতে ভয় পাইলেন সব শিক্ষিতেরা? শিক্ষিতেরা আসলে রাজনীতিরে কিভাবে দেখেন? নাকি তারা আসলে কোন পক্ষের লোক, ইনুসের লগে গেলে তাগো সমর্থন পাল্টাইতে হইবো?
আরেকটা গুজব আছে বাজারে, ইনুস সাব নাকি তার আন্তর্জাতিক মিত্রগো সমর্থন হারাইছেন, নোবেল পরবর্তী সময়ে তার কিছু জাতীয়তাবাদী বক্তব্য তার বিদেশী প্রভূগো ভালো লাগে নাই। আর তাই তার রাজনৈতিক দলের পরিকল্পণাও অনুকম্পা হারাইছে। এইটা হইতে পারে...আমি নিজে আসলে এই আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ খুব ভালো বুঝি না। বা তার জাতীয়তাবাদী বক্তব্যগুলিও আমার কাছে খুব ক্লিয়ার না।
আবারো সাদিকের মতামতে আসি...শিক্ষিত সমাজ নিয়া আমি সাদিকরে একটা কমেন্ট করছিলাম। শিক্ষিতরা বরং বেশি ধড়িবাজ হয়, তারা দুর্নীতিতে আরো পরিশীলিত হয়। তারা ভীত হয় তাগো অনাগত ভবিষ্যত নিয়া। আবার এইটাও সত্য শিক্ষিত বলতে আমি এইখানে অ্যাকাডেমিশিয়ানগো কথাই বলতেছি খালি। দেশ চলতাছে তর্জনীর হেলানিতে এইটাও আমি বহুত আগেই কইছিলাম...ইনুস সাবের মতোন লোকেরা বরং তর্জনীর শাসনে বেশি বিশ্বাসী হয়।
পরিশেষে বলি, এই দেশে ইনুস সাবেরা রাজনীতি করবেন কি করবেন না, এইটা আদৌ বড় বিবেচ্য বিষয় না। তারা তো যা চলতেছে তার বাইরে কিছু ভাবেন না। এইটারেই পার্ম্যুটেশন কম্বিনেশন কইরা, ট্রায়াল এন্ড এরর, এই বেসিসে কাজ করনের কথা ভাবেন। এইভাবে উন্নয়ন আর হয় না...সেইটার ভূক্তভোগী সারা তৃতীয় বিশ্ব।
পি.এস.
তয় ইনুস সাবের কাছাকাছি কেউ মনে হয় এই ব্লগ পড়েন না।
পড়লে জানতেন ত্রিভুজসহ আরো অনেকেই তার লগে থাকনের লেইগা এক পায়ে খাড়া ছিলো। কিন্তু সেই শিক্ষার সংশ্লিষ্ট সুশীল সমাজ! এরা কেউ আসলে ইনুস সাবগো মতোন জ্ঞানী না...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।