ছোটদের মাঝে ছড়িয়ে দিতে চাই শুদ্ধ ভাষার চর্চা । গত কালকে এই মর্মে একটি আবেদন আপনার প্রতি করা হয়েছিল যে, প্রত্যন্ত অঞ্চলের ব্লগাদের সুবাধার্থে মোবাইলের মাধ্যমে কমেন্টসের রিপ্লাই দেওয়ার ব্যবস্থা করা হউক। কিন্তু বুঝতে পারলাম যে, এই অধমের আবেদন আপনার দৃষ্টি এড়িয়ে গিয়েছে। লজ্জা-শরম বিসর্জন দিয়ে ( অনেকেরই মনের চাহিদা কিন্তু লজ্জার কারণে বলতে পারে না) যে আবেদনখানা করলাম তাতে যদি সত্যিই গৃহিত হওয়ার কিঞ্চিত্ পরিমাণ সম্ভাবণা না থাকে। তাহলে আপনি আমার বরাবর একখানা আবেদন পোস্ট করুন।আমি উহা কবুল করিতে কালক্ষেপণ করিব না। নিবেদক------------------------------------------------------------------------------------------------ প্রত্যন্ত অঞ্চলের এবং সকল মোবাইলে পোস্ট দানকারীর পক্ষে ------------------------------------------------ 'মৌন ভাষা' নিকের একচ্ছত্র অধিকারী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।