আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় দুলাভাই অরিল আর জানাপু সিনিয়ার ব্লগারদের মাঝে ল্যাপটপ বিতরণ করছেন...

মানুষ আর মানুষের তামশা দেখি,দুটোই আমার প্রিয় ! ব্লগ দিবসে যে সকল ব্লগার ল্যাপটপ না পেয়ে আন্তর্জাতিক স্কেলে কান্নাকাটি করছে, তাদের মধ্যে যারা সিনিয়র ব্লগার, তাদেরকে একটি করে ল্যাপটপ দিচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে অরিল ভাইয়া জানিয়েছেন, এই কার্যক্রম অত্যান্ত গোপনীয়তার সাথে স্টক থাকা পর্যন্ত চলবে । আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই ল্যাপটপ দেয়া হচ্ছে । আমাকে যেটা দেয়া হয়েছে ... (ছবি দেয়া যাচ্ছে না । তয় দেইখা মনে হয় এ্যাপলের .... ভাল কোম্পানির পাইলাম না ।

চরম মনখারাপের ইমো । ) অনেকে আমার চেয়ে ভাল মডেলের ল্যাপটপ পাইছে । শেষের দিকে যারা যাবেন তারা ম্যাক ছাড়া অন্য ভাল কোম্পানির পাবেন না । এই উপলক্ষে এক জনশূন্য সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয় । জনৈক মহিলা সাংবাদিক : আপনাকে এই ল্যাপটপ দেয়াতে আপনি খুশি ? আমি : মোটেও না ।

আর আপনি পেয়ে বলছেন কেন ...? এইটা আমার অধিকার । তবে ল্যাপটপের সাথে মডেম না দেওয়াতে আমি এর মাঝে যুদ্ধাপরাধের বিচার বানচালের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি । জনৈক মহিলা সাংবাদিক : ঐটা যুদ্ধাপরাধের বিচার বানচালের ষড়যন্ত্রের গন্ধ না । আমার গা থেকে আসছে । আমি: মানে ? জনৈক মহিলা সাংবাদিক : আমি মাত্র কিছুক্ষণ আগে বটতলার উকিল কামরুলের চেম্বার থেকে এসেছি ।

আমি : ও তাই বলেন । ছাগু ছাগু গন্ধ আসছিল তো তাই ভাবলাম... সাক্ষাৎকারের এই চরম মুহুর্তে অরিল ভাই চলে এল । (বেরসিক দুলাভাই বুঝে না...) অরিল ভাইকে বল্লাম ব্লগানোর জন্য মাসে মাসে বেতনের কি করলেন...? দাড়াও তোমার জানাপুকে বলে দেখি । বলেই সে জানা'পুর ঘরে চলে গেল । বাকিটা আর বলা যাবে না... একটু পরেই জানা'পুর ঘর থেকে ধ্রুম ধ্রুম আওয়াজ শোনা যাচ্ছিল ... যারা যারা এখনো পান নাই তারা কি করনীয় বুঝিয়া লন ।

সূত: দৈনিক মহাআকাশবানী ... সংশোধন : জানাপু আর অরিল শীতার্থ সিনিয়র ব্লগারদের মাঝে লেপ-টেপ বিতরণ করছে । পুরা লেখার ল্যাপ এর স্থলে লেপ পড়তে হবে বলে খবরে প্রকাশ । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.