আমাদের কথা খুঁজে নিন

   

মাঝিরে কয় ঘাম

ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা...

কালোতে হলুদ সাঁতার, তোমার সাথে আলাপ, বহমান রোদে একঠোঙা চানাচুরের মত কলকাতার ট্যাক্সি কাল মাঝরাতে তারা ছিল আরশোলা ছারপোকা বিনদাস, পোষ্টারে ছেয়ে ঢেকে ফুটপাত, খেঁদা আর পেঁচি মিটমিটে ল্যাম্পের আলোয় যেটুকু আছে রাস্তার তা আলপনা আজ দুপুরে, কেবল ঘাম হল। নদীর হাওয়া, অনেক দূর। হাতে আব্বাসউদ্দিনও নেই। টক দই সম্বল, নোনতা ঘাম আর ট্যক্সির ড্রাইভার পা দুটো জানালার বাইরে ছুড়ে ঘুমায় ইথিওপিয়ার মত, কোন ট্যক্সিই দুপুর রোদে সিঙ্গি শাবক হয়ে ওঠে না। রাস্তায় পিচ গলতে থাকে তবু নদী হয়ে ওঠে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।