আমাদের কথা খুঁজে নিন

   

ও মাঝিরে



ও মাঝিরে উথাল পাথাল ঢেউ এর মাঝে নৌকা তুমি বাও তেমন করে বাওনা কেন আমার আমার মনের নাও। রে মাঝিরে উথাল পাথাল ঢেউ এর মাঝে.... ঝড় তুফানে ধাইয়া চলে যাত্রী নিয়ে কূলের পানে শুধু আমার মনের অথই জলে যায়না তোমায় নাও। রে মাঝিরে উথাল পাথাল ঢেউ এর মাঝে.... সবারে পার করলা তুমি মাঝ দরিয়ায় রইলাম আমি আমারে কান্দায়ে বলো কি সুখ তুমি পাও। রে মাঝিরে উথাল পাথাল ঢেউ এর মাঝে নৌকা তুমি বাও রে মাঝিরে উথাল পাথাল ঢেউ এর মাঝে....।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।