এজাক্স হলো "এসিংক্রোনাস জাভা এসক্রিপ্ট এবং এক্সএমএল"
এর সংক্ষিপ্ত রূপ। ওয়েবে নতুন মাত্রা যোগ করেছে। ওয়েবকে করেছে ফাস্টার ও মোর ইউজার ইন্টারেকটিভ। পুরো পেইজকে পুনরায় লোড না করে প্রয়োজনীয় অংশকে রিরোড করে। এজাক্স ব্যবহার করছে-
maps.google.com
gmail.com
news.yahoo.com
pageflakes.com
আরও কিছু সাইট আছে।
ajax.asp.net এখানে শোকেজ এ ক্লিক করলে অনেক গুলো সাইট দেখতে পারবেন।
মাইক্রোসফট এর নতুন সাইটটিতেও আছে এজাক্স এর ছোয়া। এটি কোন নতুন টেকনোলজি নয়। বরং এগজিস্টিং কিছু টেকনোলজি এর সমন্বয়। চাহিদা ব্যাপক ।
শীগ্রই কিছু লিংক পাঠাবো আশাকরি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।