আমাদের কথা খুঁজে নিন

   

বইমেলার ভূয়া এজাক্স



এখন না, প্রায় বছরদুয়েক আগে থেকেই আমার প্ল্যান ছিল যে বইমেলার সার্চে অটো কমপ্লিট টাইপের কোন একটা ফীচার ঢুকাব। কিন্তু সাইট আলসেমী করে ডট নেটেও নেয়া হচ্ছে না আর এজাক্সের কাহিনীও করা হচ্ছে না। বাই দা ওয়ে আমি যেটুকু বুঝি, তাতে এজাক্স হল, ওয়েব ডেভেলাপমেন্টের নতুন যুগের টুল, এর বাস্তব উদাহরণ এই ব্লগেই প্রচুর আছে। যেমন ইউজারনেম খুঁজে বের করার যে অপশনটা হোমপেজে আছে সেটি এজাক্সের কাহিনী। তাতে বারবার পেজ সাবমিট না করেও দিব্যি ইনফরমেশন সার্ভারের সাথে ক্লায়েন্টের চালাচালি করা যায়।

গতকাল নাকি আজকে জুয়েল ভাইয়ের একটা পোস্ট দেখলাম, যে উনি তিন চারটা টুল ব্যাবহার করে চমৎকার একটা ডিকশনারী বানিয়ে ফেলেছেন, যাতে স্পেলচেক ধরণের একটা কাজ চালানো যায়। একটু ঘেঁটেই দেখলাম যে টুলটা এজাক্স ব্যাবহার না করেই সাধারণ জাভাস্ক্রিপ্ট ইউজ করে বানানো হয়েছে। তাই বুকে সাহস নিয়ে কোড কপি করে আমার বইমেলা ওয়েবসাইটে ব্যাবহার করে ফেললাম। আউটপুট দেখে তো আমি নিজেই মুগ্ধ। ভাবলাম গুরু! এতদিন কোথায় ছিলে? সব মিলিয়ে খবর হল, ঠিক এজাক্স ব্যাবহার না করেও জাভাস্ক্রিপ্টের কারিকুরিতে বেশ চমৎকার এই ফীচারটি তৈরি হয়ে গেছে।

তবে সমস্যা একটাই, হোমপেজে যেই সার্চটা আছে সেটি ফায়ারফক্সে কাজ করে না। তবে ইন্টারনেট এক্সপ্লোরারে চমৎকার কাজ করে। কারণটা হয়ত বস বলতে পারবেন। তবে ডেমো পেজে যেই উদাহরণটা তৈরি করা হয়েছে সেটি ফায়ারফক্স আর এক্সপ্লোরার দুটোতেই দিব্যি চলে। আমি ঠিক বুঝতে পারছি না, যে এইটা ঢুকানোর ফলে সাইটটা কত বেশী হেভী হয়ে গেল।

কারণ আমার ভিজিটরদের একটা বড় অংশই বাংলাদেশ থেকে ব্যাবহারকারী আর তাদের স্পীডে মাইরা আমার কোন কাজ নাই। দূর্বল স্পীডবিশিষ্ট ব্লগাররা ইনপুট দিয়েন । বইমেলার হোমপেজে সার্চ ডেমো সার্চ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।