পাগলামীর ভাবসম্প্রসারন....
গালফ্রেন্ডের কাচ থেকে একটা মেইল পেলাম। যার কিছু অংশ বাদ দিয়ে বাংলা করে নিচে দিলাম-
-----------------------------------------
আমি মুখে বলে বুঝানোর চেয়ে লিখে ভাল বুঝাতে পারি। তাই লিখছি। আমার লিখার কোন প্রয়োজন ছিলো না, কারন তুমি আমাকে ভুল বুঝেছো।
আমাকে কেউ ভুল বুঝলে আমি ভুল ভাঙ্গাতে গেলে ইগোতে লাগে।
মনে হয় নিজের সাফাই গাইছি। ভাল হইছে ভুল বুঝে। আরো ভুল বুঝুক। আমাকে কেউ ভুল বুঝলে আমি এমন সব কাজ করি যাতে তার ভুল বুঝার পরিমান আরো বাড়তে থাকে। ভুল বুঝাটা পূর্নতা পায়।
আরো বেশী ভুল বুঝে। আমি এমন আচরন করবো যাতে আমাকে এরকমই মনে করে।
যাই হোক, তারপরেও লিখছি। তোমার উপর আমার অনেক রাগ হচ্ছে। তাও এক্সপ্লেইন করলাম।
এই প্রথম উলটা কাজ করছি। ভুল বুঝলে বুঝতে পারো।
---------------------------------
এতটুকু পড়ার পর এক গ্লাস পানি খেয়ে নিয়েছিলাম.... বাপরে!!!!
---------------------------------
....অনেক ব্যাখ্যা.... .... আরো ব্যাখ্যা......(পড়ছি আর হাসছি.... হা হা হা হা... তবে কিছু অংশে খুব সিরিয়াস কিছু সত্য কথা ছিলো... আমি চমৎকৃত)....
.....
.....
এনিওয়ে, মেইলটা আমি ইনটেশনালি করেছি। যাতে তোমার মনে হয় আমি তোমাকে ভুল বুঝেছি। এতে তুমি বুঝতে পারবে তুমি আমাকে ভুল বুঝছো বুঝতে পেরে আমি কতটা কষ্ট পেয়েছি।
তোমার ফিল করাতে হবে..........
........
--------------.....----------------------
মেইল পড়ার সময় কারেন্ট চলে গিয়েছে। মোবাইলেও চার্য নাই, তাই নেটে আর কানেক্ট করা হলো না... উত্তরো দেয়া হলো না। অন্ধকারে বসে বসে মেইলটা অনুবাদ করলাম বসে বসে ব্লগে দেয়ার জন্য। সেই সাথে উত্তরটাও দিলাম-
--->: আমার কাজটাও ইন্টেনশনালী করা। তোমাকে ক্ষ্যাপানোর জন্য।
তুমি ক্ষ্যাপলে যা জটিল লাগে না...... মুহাহাহহাহাহা... :=]
ন্যাকামী মার্কা কোন ডায়লগ দিলাম না.... ..... টাইম নাই... যাও.. আমি এখন এক আন্টির বাসায় খেলা দেখতে যাচ্ছি। বোনাস হিসেবে কাজিনের সাথে টাংকি মারবো....... ইউ নো! ;-)
(এই ব্লগের পাসওয়ার্ড আমার গার্লফ্রেন্ডর কাছেও আছে.. সুতরাং এই পোষ্টটা (মন্তব্য সহকারে) ডেড খাইতে পারে। এর জন্য কোন ভাবেই কোন হ্যাকার, ব্লগ পোষ্টার বা কতৃপক্ষ বা সাইটের বাঘ ভাল্লকগুলোকে দায়ী করা যাবে না। সুতরাং নিজ দায়িত্বে কমেন্টান... )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।