আমাদের কথা খুঁজে নিন

   

রোমান্টিক কাব্যের ইলিশ

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

শরীরের মধ্যে ইলিশ ঢুকেছে কয়েকদিন নাক দিয়ে বেরুচ্ছে ইলিশের ডিম পুরো এক সপ্তাহ পূব দিকে যাই, পশ্চিমে যাই - হেনস্তা করি মাছের বাজার রইসউদ্দিন ইলিশ বেঁচে, আমি রইসউদ্দিনকে বেচি কবিতায়! হঠাৎ রোমান্টিক কাব্য লিখতে গিয়ে কিভাবে ইলিশ ঢুকে গেল মাথায় জবুথবু হয়ে থাকা অশ্রুর উৎস ঘেটে বিরহী প্রজ্ঞাপনে তাকে দিতে চাইলাম আমার নতুন নিয়মবলী, কত অংশে প্রেম সেখানে কেন অন্য কিছু আসে, কেন আসে এমন ইলিশের ক্যাচাল! রইসউদ্দিন আমাকে বাতলে দেয়, আমি অনেক দিন যা খুঁজি খোলা পৃথিবী আমাকে বন্দী করেছে, একমাত্র রাইসউদ্দিন ছাড়া সে দিয়েছে ইলিশের সাথে বেঁচে থাকার মধুরতম সাইরেন জেলে যাব, জেলখানায় মিলতে পারে পরিপূর্ণ স্বাধীনতা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।